কলকাতা

পিএইচডি দুর্নীতি কাণ্ড: তদন্তকারী অবসরপ্রাপ্ত বিচারপতির পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের পিএইচডি কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় পদত্যাগ করলেন। সূত্রের খবর, মঙ্গলবারই তিনি পদত্যাগের ইচ্ছাপত্র অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে জমা দিয়েছেন। সোমবার এই তদন্ত কমিটির বৈঠক ছিল এক নম্বর কনফারেন্স রুমে। সেখানে বঞ্চিত ছাত্রছাত্রীদের একাংশ দ্রুত তদন্ত শেষ করার জন্য তাঁকে চাপ দিতে থাকেন। কয়েকজন অবস্থানে বসে যান। কেউ কেউ তদন্তকারীদের কার্যত হুমকিও দেন বলে অভিযোগ। তার জেরেই এই পদত্যাগ বলে জানা যাচ্ছে।
জুলাইয়ে পিএইচডি অ্যাডমিশনে স্বজনপোষণের অভিযোগ ওঠে। আগস্টে সেই ভর্তি স্থগিত রাখা হয়। সেপ্টেম্বরের শুরুতে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য। তবে, সেই প্রক্রিয়া শেষ না হওয়ায় অধৈর্য হয়ে পড়েছিলেন ছাত্রছাত্রীদের একাংশ। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে সোমবার। এর ফলে শুধু আইআর বিভাগ নয়, সর্বত্রই পিএইচডি ভর্তি ঘিরে জটিলতা তৈরি হল বলে জানা যাচ্ছে। সম্প্রতি বেশ কিছু বিভাগে পিএইচডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 
যাদবপুর জুড়ে এদিন ঘটনার ঘটঘটা ছিল। সোমবার উত্তরপত্র মূল্যায়ন বিতর্কে সাংবাদিকতা বিভাগে শিক্ষকদের ঘরে তালা দিয়েছিলেন পড়ুয়ারা। এদিনও সেই তালা খোলা হয়নি। ঘটনার মীমাংসায় আজ, বুধবার বোর্ড অব স্টাডির অনলাইন বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় গাফিলতির অভিযোগ এনে শিক্ষক সমিতি জুটার তরফে পরীক্ষা নিয়ামক সাত্যকী ভট্টাচার্যকে কার্যত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাত্যকীবাবু এই ঘটনার কথা খোদ উপাচার্যকেও জানিয়েছেন। যদিও জুটার তরফে হুমকির অভিযোগ অস্বীকার করা হয়েছে। জুটা এদিন পিএইচডি ইস্যুতে পড়ুয়াদের একাংশকে এবং উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে পরীক্ষা নিয়ামককে কাঠগড়ায় তুলে একটি স্মারকলিপিও জমা দিয়েছে উপাচার্যকে।
অন্যদিকে, ক্যাম্পাসের ওয়ার্ল্ড ভিউয়ের সামনে এদিন ধুন্ধুমার হয় এসএফআই এবং কালেক্টিভ সংগঠনের অনুগামী পড়ুয়াদের মধ্যে। এসএফআইয়ের অভিযোগ, কালেক্টিভের পড়ুয়ারা তাদের পোস্টার ছিঁড়ে দিয়েছে। এসএফআই প্রতিবাদ করাতেই সংঘর্ষ বাধে। দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসাও করাতে হয় বলে খবর। ঘটনার পরে ওয়ার্ল্ড ভিউয়ের সামনে বিরাট জমায়েত করে এসএফআই। তবে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল অনুগামীদের দাবি, উত্তরপত্র মূল্যায়ন এবং পিএইচডি দুর্নীতি, দুই ইস্যুতেই এসএফআই তথা সিপিএম কোণঠাসা। তা থেকে নজর ঘোরাতেই জুটা এবং এসএফআই একযোগে আসরে নেমেছে। 
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা