কলকাতা

মদের আসরে সহকর্মীর স্ত্রীকে নিয়ে কুমন্তব্যের জেরেই ‘খুন’ পরিতোষ

নিজস্ব প্রতিনিধি, বারাসত : মিষ্টির দোকানের কর্মী খুনের কিনারা করল পুলিস। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। পুলিস জানতে পেরেছে, সহকর্মীর স্ত্রীকে নিয়ে কটূক্তির জেরেই খুন হয়েছেন পরিতোষ। রবিবার রাতে পরিতোষের বাড়িতেই মদ খাচ্ছিলেন পরিতোষ ও বিশ্বজিৎ দাস। তখনই বিশ্বজিতের স্ত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য করে বসেন পরিতোষ। সেই আক্রোশেই ভারী লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে বিশ্বজিৎ। তারপরই গা ঢাকা দেয় সে। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার রাতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে (৪৩) গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিস। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের চালতাবেড়িয়া এলাকায় থাকতেন পরিতোষ পান্ডে (৪৩)। সোমবার সকালে তাঁকে বাড়ি থেকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিস। বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় কাটা দাগ দেখেই পুলিসের ধারণা হয়, পরিতোষকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ওই মিষ্টির দোকানের শ্রমিক বিশ্বজিৎ দাসও উধাও। বিশ্বজিতের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সোমবার রাতে পূর্বস্থলী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। জেরায় খুনের কথা মেনে নিয়েছে সে। বিশ্বজিৎ পুলিসকে জানিয়েছে, রবিবার রাতে দোকান বন্ধ করার পর পরিতোষের বাড়িতে মদের আসর বসে। সেখানে তারা দু’জনই ছিল। মদ্যপানের সময় তার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলে পরিতোষ। সেই আক্রোশেই খুন। ঘরে থাকা লোহার রড দিয়ে প্রথমে বিশ্বজিতের মাথার পিছনে আঘাত করে পরিতোষকে। পরে ধারালো বঁটি দিয়ে গলা কেটে ‘মৃত্যু নিশ্চিত’ করতে চেয়েছিল। কিন্তু পারেনি। পরিতোষের শরীর রক্তে ভেসে যাওয়ায় সেখান থেকে বাড়ি চলে আসে বিশ্বজিৎ। রক্তমাখা পোশাক পরিবর্তন করে সোমবার ভোরে পালায়। বারাসত পুলিস জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, মদের আসরে বসে স্ত্রীকে কটূক্তি করার আক্রোশ থেকেই বিশ্বজিৎ দাস খুন করেছে। ধারালো বঁটি ঘরের মধ্যেই রয়েছে। কিন্তু লোহার রডটি সে পাশের পুকুরে ফেলে দিয়েছে। ধৃত খুনের কথা স্বীকার করেছে। ঘটনাস্থলে তদন্তে ফরেন্সিক টিম আসবে।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা