বিদেশ

ইমরানের মুক্তি ও বর্তমান সরকারের ইস্তফার দাবিতে আন্দোলনে পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা

করাচি, ২৬ নভেম্বর: জেলবন্দি অবস্থায় ক্ষমতার প্রদর্শন। পাকিস্তানে রীতিমতো অচলঅবস্থা তৈরি করে ফেলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মুক্তির দাবিতে ও বর্তমান সরকারের ইস্তফা চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। গত রবিবার থেকে রাস্তায় নেমেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই  ইনসাফের(পিটিআই) হাজারো কর্মী ও সর্মথকরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয় ইমরানের দলের কর্মীরা। তাদের আটকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী ও সেনা। কিন্তু কিছুতেই থামতে দেখা যায়নি ইমরানের দলের কর্মী-সমর্থকদের। পাকিস্তানের রাজধানীতে ঢোকার আগে পিটিআই কর্মী-সমর্থকদের আটকাতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষ বাধে পুলিসের। যাতে গুরুতর জখম হয়ে পাঁচজন পুলিসকর্মীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
গত রবিবার থেকেই দলের প্রচুর কর্মী-সমর্থকদের নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। সূত্রের খবর, গতকাল সোমবার রাতের মধ্যে তারা পৌঁছে গিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। কিন্তু পাকিস্তানের রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলায় সেখানে আর প্রবেশ না করে আজ, মঙ্গলবার ডি চকে ধর্না দেবেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমরানের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্য ছিল ইসলামাবাদে অবস্থিত সংসদ ভবন ও একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এবং সরকারি কার্যালয়ে ধর্না প্রদর্শন করা। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে গতকাল, সোমবার থেকেই পাকিস্তানের রাজধানীতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে শেহবাজ শরিফের সরকার। ফলে কার্যত লকডাউনের চেহারা নিয়েছে ইসলামাবাদ। সমস্ত সরকারি দপ্তর বন্ধ রয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস ইতিমধ্যেই ইমরানের দলের পাঁচ সাংসদ-সহ চার হাজার কর্মীকে গ্রেপ্তার করেছে। তারপরও প্রতিবাদ কর্মসূচি থামার নাম নেই। পাকিস্তানের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধে এখনও পর্যন্ত জখম হয়েছেন ১২০ জন পুলিসকর্মী। ২২টি পুলিসের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন ইমরানের দলের কর্মীরা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইমরান খানের দলের নেতাদের সঙ্গে কথাও বলছেন।
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা