দেশ

উদয়পুরের মেবারে রাজ পরিবারে চরম অশান্তি! পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিস

উদয়পুর, ২৬ নভেম্বর: রাজার রাজত্বের দিন শেষ। শুধুই পড়ে রয়েছে সম্পত্তি ও সিংহাসন। তার দখল নিয়েই উত্তেজনা ছড়াল রাজস্থানের উদয়পুরে। মেবারের রাজ পরিবারের সদস্য তথা বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং মেবারের অভিষেককে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। চলতি মাসের শুরুতেই বিশ্বরাজের বাবা মহেন্দ্র সিংহ মেবার প্রয়াত হন। তারপরেই গতকাল, সোমবার অভিষেক হয় বিশ্বরাজের। যার ফলে চিতরগড় দুর্গের রাজপরিবারের প্রধান হন তিনি। অভিযোগ, গতকাল সন্ধ্যায় অনুগামীদের নিয়ে উদয়পুর রাজপ্রাসাদে যখন ঢুকতে যান বিশ্বরাজ, তখন তাঁকে বাধা দেওয়া হয়। উদয়পুরের রাজপ্রাসাদটি বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেওয়ার এবং তাঁর সন্তানদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই প্রাসাদেই গতকাল, বিশ্বরাজ প্রবেশ করেত গেলে পথ আটকান তুতোভাই ডা: লক্ষ্য রাজ সিং। অভিযোগ, তারপরেই অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। বিজেপি বিধায়ক বিশ্বরাজের অনুগামীরা ওই প্রাসাদের গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পাথর ছোড়ে লক্ষ্য রাজ সিংয়ের অনুগামীদের দিকে। পাল্টা বিশ্বরাজের অনুগামীদের লক্ষ্য করেও ইট-পাথর ছুড়তে থাকে ডা: লক্ষ্য রাজের অনুগামীরা। যার ফলে জখম হয়েছেন অনেকেই। পুলিসের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সূত্রের খবর, একলিঙ্গনাথ মন্দির এবং উদয়পুর প্রাসাদ, এই  দুইয়েরই দায়িত্বে রয়েছেন অরবিন্দ সিং এবং তাঁর পরিবার। তিনি শ্রী একলিঙ্গজি ট্রাস্টের চেয়ারম্যান এবং ম্যানেজিং ট্রাস্টি পদে রয়েছেন। গত রবিবারই ওই সংস্থার তরফে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয়, বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং ওই  ট্রাস্টের সদস্য নন। নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া কাউকেই উদয়পুরের প্রাসাদে ঢুকতে দেওয়া হবে না। তারপরেও জোর করে ওই প্রাসাদে বিশ্বরাজ প্রবেশ করতে গেলে গণ্ডগোল বাঁধে। এরকম কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আগের থেকে আন্দাজ করেছিল পুলিস। তাই ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিস বাহিনী।
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা