দেশ

অনশন! মধ্যরাতে কৃষক নেতাকে তুলে নিয়ে গেল হরিয়ানার পুলিস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুলিস-আন্দোলনকারী কৃষক সংঘাতে ফের চরম উত্তেজনা ছড়াল পাঞ্জাব-হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানায়। সোমবার মধ্যরাতে খানাউরি সীমানায় অস্থায়ী ঘরের দরজা ভেঙে সংযুক্ত কিষান মোর্চার (অরাজনৈতিক) আহ্বায়ক জগজিৎ সিং দাল্লেওয়ালকে ধরে নিয়ে গেল পুলিস। প্রবীণ ওই কৃষক নেতার এদিন থেকেই মোদি বিরোধিতায় আমরণ অনশন শুরু করার কথা ছিল। চলতি মাসের গোড়ায় তেমনই ঘোষণা করেছিলেন তিনি। পাঞ্জাব-হরিয়ানা সীমানার আন্দোলনকারী কৃষকরা অভিযোগ করেছেন, দাল্লেওয়ালের ট্রাক্টরেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিজেপি সরকারের পুলিস। কিষান মজদুর মোর্চার (কেএমএম) আহ্বায়ক এস এস পান্ধেরের অভিযোগ, কেন্দ্রের মোদি সরকারের মদতেই এই কাজ হয়েছে। তাদের প্রত্যক্ষ মদতেই হরিয়ানা পুলিস এই কাণ্ড ঘটিয়েছে। 
এই ঘটনার পরেই পাঞ্জাব-হরিয়ানা সীমানার আন্দোলনকারী কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতি ক্ষণে বিজেপি সরকার কৃষকদের অপদস্থ করছে। তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আগামী ৬ ডিসেম্বর পাঞ্জাব-হরিয়ানার এই দু’টি সীমানা থেকে আবারও দিল্লি চলোর ডাক দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। তা নিয়ে ইতিমধ্যেই পুলিস-প্রশাসন তটস্থ হয়ে পড়েছে। ওই কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোক্তা কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়াল। ফলে তাঁকে আটক করা নিয়ে প্রশ্ন উঠছেই। যদিও পুলিস সূত্রে জানানো হয়েছে যে, দাল্লেওয়ালকে গ্রেপ্তার কিংবা আটক কিছুই করা হয়নি। তিনি ক্যান্সার রোগী। শারীরিকভাবে অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিস নিয়ে যাওয়ার পর দীর্ঘসময় তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাছাড়া হাসপাতালে ভর্তি করানোর জন্য রাত আড়াইটের সময় দরজা ভেঙে ঘরে ঢোকার প্রয়োজন কেন পড়ল পুলিসের? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। 
আর এই প্রশ্নেই আন্দোলনের ঝাঁজ আরও তীব্র করার ডাক দিয়েছেন তাঁরা। বিক্ষুব্ধ চাষিদের একটি বড় অংশের অভিযোগ, শুধুমাত্র জগজিৎসিং দাল্লেওয়ালকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়াই নয়। উপস্থিত কৃষকদের ওইসময় আটকে রেখেছিল পুলিস যাতে, তাঁরা কেউ বাধা দিতে না পারেন। এমনকী মোবাইলে হাত পর্যন্ত দিতে দেওয়া হয়নি। সেগুলিও কেড়ে নেওয়া হয়েছিল। মঙ্গলবারই দেশজুড়ে ব্যাপক মোদি বিরোধী বিক্ষোভ সমাবেশ করে সংযুক্ত কিষান মোর্চা এবং সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপিও পাঠানো হয়েছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা