কলকাতা

বিদেশের ধাঁচে ১০ হাজার স্কোয়ার ফুটের পাখির খাঁচা, মাঝ দিয়ে মানুষ চলার টানেল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫০ বছরে আলিপুর চিড়িয়াখানার নতুন উপহার। বিদেশের ধাঁচে বিশাল খাঁচা। তার মধ্যে মানুষ চলাচলের কাচের টানেল। তা দিয়ে খাঁচায় ঢুকছেন দর্শকরা। চারপাশ ঘুরে দেখছেন। রংবেরঙের সব বিদেশি পাখি উড়ছে চারধারে। খাঁচার গায়ে বসছে। দর্শকরা খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তাদের। শুনছেন লাগাতার কিচিরমিচির, মিঠে সুর। সে সব শোনার-দেখার এমন ব্যবস্থাই করেছে চিড়িয়াখানা। দেদার উঠছে সেলফি। কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘ওয়াক-ইন বার্ড অ্যাভিয়ারি’। টিকিট কেটে চিড়িয়াখানার দরজা দিয়ে ঢুকলে এখন ভিন্ন পরিবেশ। লজ্ঝ঩ড়ে গেটটা নেই। নতুন ফটক হয়েছে। ভিতরে ঢুকে ডানদিকের রাস্তা ধরে এগলেই বিশাল খাঁচা। প্রায় ১০ হাজার স্কোয়ার ফুট এলাকাজুড়ে সেই খাঁচা ছড়িয়ে ছিটিয়ে যেন পাখির মতোই ডানা মেলে রয়েছে। তার মধ্যে পাখিদের ঘর। বিভিন্ন প্রজাতির সব পাখি, ম্যাকাও, হর্নবিল, সাদা কাকাতুয়া ইত্যাদি। কয়েকটি প্রজাতিকে আবার অন্যদের থেকে আলাদা করে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কারণ তারা মারকুটে। নিজেদের মধ্যে খালি মারপিট করে। দেশ বিদেশের এরকম প্রায় ১৫ প্রজাতি উড়ে বেড়াচ্ছে খাঁচায়। সবমিলিয়ে প্রায় ১৫০ পাখি থাকছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াক-ইন বার্ড অ্যাভিয়ারি প্রায় ৬০ মিটার দীর্ঘ। উচ্চতা আট ফুট। এখন খুলে দেওয়া হয়েছে ওয়াক-ইন ওয়ে। পশুশালার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, ‘পর্যটকরা পাখি দেখার এই ব্যবস্থা খুব পছন্দ করছেন। এছাড়া পাখিরাও অনেক বেশি এলাকাজুড়ে উড়তে পারছে।’ এলিনা মুখোপাধ্যায় নামে বালি থেকে আসা এক পর্যটক বলেন, ‘বিদেশে অনেক জায়গাতেই এ ধরনের কাচ ঘেরা পথ দেখা যায়। তবে রাজ্যের কোনও চিড়িয়াখানায় এমনটা আগে দেখিনি। বিষয়টি নতুন। আমরা জানি, ছোট জায়গায় থাকতে পাখিদের কষ্ট হয়। এবার অনেক বড় জায়গা তাদের জন্য। আমরাও কাছ থেকে তাদের দেখছি। অন্যান্য পশুদের ক্ষেত্রেও এ ধরনের এনক্লোজার দেখতে চাই আমরা।’ শীতের মরশুমে সবুজ অ্যানাকোন্ডা সাপ শহরে নিয়ে আসার চেষ্টা চলছে। আমেরিকার জঙ্গলে ঘোরাফেরা করা সবুজ অ্যানাকোন্ডার জন্য খাঁচাও তৈরি। তাতে ঠান্ডা রক্তের বিশালাকার এই সরীসৃপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। এর জন্য ওয়ার্ল্ড  অ্যাসোসিয়েশন অব জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের দ্বারস্থ হয় স্টেট জু অথরিটি। এখনও কোনও আশাব্যঞ্জক উত্তর পায়নি রাজ্যের বনদপ্তর। ২০১৯ সালে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আলিপুরে এসেছিল চারটি ইয়েলো অ্যানাকোন্ডা। -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা