বিদেশ

ইমরানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান, সংঘর্ষে হত কমপক্ষে ৬, দেখা মাত্র গুলির নির্দেশ

ইসলামাবাদ: ফের উত্তাল পাকিস্তানের রাজনীতি। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ সেদেশের রাজধানী। ইসলামাবাদে পথে নেমেছেন কাপ্তানের দলের হাজার হাজার কর্মী-সমর্থক। তাঁদের মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পুলিস, পাক রেঞ্জার্স, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পাক রেঞ্জার্সের তিন সদস্য ও একজন পুলিস অধিকারিক। আহত আরও অনেকে। ইমরানের দল পিটিআইয়ের পাল্টা দাবি, পাক রেঞ্জার্সের গুলিতে তাদের দু’জন কর্মীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে পাক সেনা। বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তার কারণে রাজধানীরসমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাঁচজনের বেশি জমায়েতের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।নিরাপত্তা কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।ইতিমধ্যে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। 
রবিবার ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইসলামাবাদের উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করে পিটিআই কর্মী-সমর্থকরা। দাবি একটাই, ইমরানের মুক্তি। সোমবার সন্ধ্যায় মিছিল রাজধানীতে পৌঁছয়। বিক্ষোভকারীরা আরও এগতে চাইলে বাধা দেয় পুলিস, পাক রেঞ্জার্স ও সেনা বাহিনী। তারপরই দু’পক্ষেরমধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। জানা গিয়েছে, পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদে পুলিসের ২২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। জাহাজের কন্টেনার দিয়ে আটকানো হয় রাস্তা। দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়। কিন্তু এতেও সরকার-বিরোধী বিক্ষোভ থামানো যায়নি। মঙ্গলবারও ডি-চকের উদ্দেশে মিছিলকরেন পিটিআই কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় সেনা। ইমরানের দলের অভিযোগ, বিমান থেকে আন্দোলনকারীদের উপর রাসায়নিক স্প্রে করছে প্রশাসন। 
শুধু ইসলামাবাদই নয়, পুলিস-নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের আগুন ছড়িয়েছে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও। সোমবার পাঞ্জাব প্রদেশের পুলিস প্রধান উসমান আনোয়ার জানান, সংঘর্ষে কমপক্ষে ১১৯ জন পুলিসকর্মী আহত হয়েছেন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীনগর হাইওয়ের কাছে নিরাপত্তাকর্মীদের উপর গাড়ি চালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পুলিসের দাবি, নিরাপত্তা বাহিনীর উপর নির্বিচারে গুলি চালায় বিক্ষোভকারীরা।
পুলিসের সঙ্গে সংঘর্ষে পিটিআই সমর্থকরা। মঙ্গলবার ইসলামাবাদে পিটিআইয়ের তোলা ছবি।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা