বিনোদন

‘মহিলা পরিচালকরা ভারতীয় সিনেমায় নতুন দিশা দেখাচ্ছেন’

ভিন রাজ্য থেকে কাজের সন্ধানে আসা চিকিৎসাকর্মীদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এ বছর কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জিতেছে পায়েল কাপাডিয়া পরিচালিত এই ছবি। সদ্য মুক্তি পেয়েছে সিনেমাটি। কলকাতায় এসে একান্ত আড্ডায় নানা ভাবনা শেয়ার করলেন পরিচালক।

• ছবির পটভূমি মুম্বই কেন? 
(হেসে) আমি মুম্বইতে জন্মেছি, বড় হয়েছি। মুম্বই বহরেই শুধু বদলায়নি, শহরটার মানসিকতাও বদলেছে। কুড়ি বছর আগে ও এখন উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের জীবনযাপনের বৈপরীত্যটাও ছবির পটভূমি হিসেবে কাজ করেছে। 
• ছবির ভাবনা কবে থেকে শুরু? 
এফটিআইআই (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া)-এ পড়ার সময় পাঠক্রমের অংশ হিসেবে একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলাম। দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন রকম মহিলা চিকিৎসাকর্মীদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কই ছিল ছবির বিষয়। সেই গবেষণাটা চালু রেখেছিলাম। একটা সময় এসে মনে হল, এই বিষয়টা নিয়েই বড় ছবি তৈরি করব। 
• ছবি তৈরি করতে অনেকটা সময় লাগল তো?
হ্যাঁ, তিন বছরেরও বেশি। আসলে মুম্বইতে প্রচুর বড় বাজেটের ছবির শ্যুটিং হয়। জায়গা পাওয়া মুশকিল। ওই জন্য কিছু জায়গায় আমরা ডকুমেন্টারি স্টাইলে শ্যুট করেছি। 
• মেঘ, বর্ষা আপনার ছবিতে ঘুরে ফিরে আসে। কালিদাস কি আপনার প্রিয় কবি? 
অবশ্যই (হাসি)। ‘মেঘদূতম’ আমার ভীষণ পছন্দের। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত মেসেজ পাঠাই সেটাও তো আকাশের, মেঘের মধ্যে দিয়েই যাতায়াত করে। সবকিছুকে রোমান্টিকভাবে ভাবতে ভালো লাগে আমার। 
• এই ধরনের অ-বাণিজ্যিক ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে? 
এই ছবিটা ভারতের আগে আমেরিকা, ফ্রান্স, ইটালি, লাক্সামবার্গে মুক্তি পেয়েছে। ব্রিটেনেও মুক্তি পাবে। পুরস্কার পাওয়া ছবি এই বদলে যাওয়া ফিল্ম মার্কেটিং-এ কতটা ব্যবসা করতে পারে সেটা আমিও লক্ষ রাখছি। ভবিষ্যতে সেভাবে সিদ্ধান্ত নেব। 
• বাংলায় ছবি তৈরির পরিকল্পনা আছে? 
খুবই ইচ্ছে আছে। সম্প্রতি আমি ‘চিনি ২’ দেখলাম। এখানকার দর্শক খুব খোলা মনের। এখানে আমার প্রচুর বন্ধু আছে। মুম্বই থেকে কেউ কলকাতায় এসেছে, এমন একটা বিষয় নিয়ে ছবি করতেই পারি। 
• ভারতের মহিলা পরিচালকদের ছবি এখন বর্হিবিশ্বের চর্চার বিষয়...
(থামিয়ে) এই বছরটা মহিলা পরিচালকদের পক্ষে ভালোই যাচ্ছে। মহিলা পরিচালকরাই এখন ভারতীয় সিনেমায় নতুন পথের সন্ধান দিচ্ছেন। তবে এখনও অনেক পথ যেতে হবে। সিনেমাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং— এই সব বিভাগেও আরও বেশি করে মহিলাদের দক্ষতা দেখাতে হবে। 
• ‘লাপাতা লেডিজ’ পেয়েছে, কিন্তু আপনার ছবি অস্কার এন্ট্রি পায়নি, হতাশ লেগেছে? 
একেবারেই না। কিরণ রাওকে আমার আগাম শুভেচ্ছা। আমরাও সাবমিট করেছিলাম, সিলেক্ট হয়নি। 
• আগামীর পরিকল্পনা কী? 
দুটো ছবির কাজ করছি একসঙ্গে। বিষয় বলব না। তবে দুটোই মুম্বইয়ের উপরে। 
প্রিয়ব্রত দত্ত
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা