রাজ্য

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, শীতের পথে কাঁটা? কী জানাল হাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের শেষে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা শীত পড়েছে। কিন্তু এখনই কনকনে ঠান্ডা পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এলাকায়, বিশেষ করে পুরুলিয়ায়। আজ, বুধবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শহর কলকাতায় হাল্কা শীতের আমেজই বজায় রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এর প্রভাবে তামিলনাড়ু এবং পুদুচেরিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই ওই দুই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের দাপটে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহান্তে কিছুটা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা।   
বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। বুধবার সকালে শহরে সেই ভাবে কুয়াশার দেখা মেলেনি। তবে আজ সারাদিনই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা