রাজ্য

বিভেদের রাজনীতি করলে ধ্বংস হবে দেশ, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি প্রস্তাবের উপর আলোচনায় সরগরম হয়ে উঠল মঙ্গলবারের বিধানসভা অধিবেশন। বিজেপির বিরুদ্ধে সংবিধানকে আঘাতের অভিযোগ আনল তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, রাজ্যের শাসক দল সংবিধানের যোগ্য মর্যাদা দিচ্ছে না। এদিন ছিল সংবিধান দিবস। নবান্নে বি আর আম্বেদকরের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত। আমাদের সংবিধানের মৌলিক বিষয়গুলি স্বাধীনতা, সাম্য, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে নিশ্চিত করে। আমরা এই মূল্যবোধগুলি মেনে চলি। সংবিধান গৃহীত হওয়ার পর ৭৫ বছর পূর্ণ। দেশবাসীকে অভিনন্দন জানাই।’
এদিন বিধানসভার অধিবেশনে সংবিধানের উপর একটি প্রস্তাব উত্থাপন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সব দলের বিধায়ক। শুরুতেই প্রস্তাবকে ‘রাজনৈতিক লিফলেট’ বলে উল্লেখ করে আক্রমণে নামে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সির দ্বারা ‘থ্রেট কালচার’ চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয় প্রস্তাবে। এই বয়ান গ্রহণযোগ্য নয় বলে দাবি বিরোধী দলনেতার। পাল্টা জবাব ফিরিয়ে দেন তৃণমূল বিধায়করা। সংবিধানে কী লেখা আছে এবং দেশ কীভাবে এগেচ্ছে, তা মন্ত্রী মানস ভুঁইয়া বিস্তারিত তুলে ধরেন। অঙ্গরাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নিয়ে দেশের ধর্মনিরপেক্ষতার ছবি সামনে আনে তৃণমূল পরিষদীয় দল। কিন্তু বিজেপি বিভেদের রাজনীতি করছে বলে সরব হন মানসবাবু। তাঁর বক্তব্য, ‘ধর্মে ধর্মে বিভেদের রাজনীতি করলে দেশ ধ্বংস হয়ে যাবে। বিজেপির এটা বোঝা দরকার। যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর বাংলা সকলকে ঐক্যবদ্ধ করে রেখেছে।’ একই সুরে বিজেপির বিরুদ্ধে সরব হন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘আমরা সকলে ভারতীয়, এটাই আমাদের একমাত্র পরিচয়। সব ধর্মের মানুষ মাটিতে উৎপাদিত ফসল খেয়েই জীবন অতিবাহিত করেন। মৃত্যুর পর সকলেই মাটিতে বিলীন হয়ে যান।’ বিজেপি আরও অভিযোগ করে, সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হয় না বলে। পাল্টা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আমি রাজভবনে ঢুকতে পারব না, এটা কোন বিচার!’
বিধানসভায় সংবিধান দিবস পালন
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা