রাজ্য

নিয়োগ দুর্নীতি কাণ্ড: শান্তনুরও জামিন, তবে মুক্তি নয় এখনই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন পাচ্ছেন অভিযুক্তরা। ইডি-র হাতে গ্রেপ্তার হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। নিয়োগ মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। মঙ্গলবার ১০ লক্ষ টাকার বন্ড ও বেশ কয়েকটি শর্তে জামিন দেওয়া হয়েছে শান্তনুকে। তিনি নিম্ন আদালতের এক্তিয়ারভুক্ত এলাকার বাইরে যেতে পারবেন না। জমা রাখতে হবে পাসপোর্ট। তবে এখনই শান্তনুর জেলমুক্তি হচ্ছে না। কারণ সিবিআইয়ের দায়ের করা মামলায় এদিন তাঁকে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় সংস্থা।সোমবারই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনুকে বিশেষ সিবিআই আদালতে হাজির করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর হওয়ায় এদিন শান্তনুকে হাজির করানো হয়। বিচারক শুভেন্দু সাহা তাঁকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শান্তনুকে হাজির করানো হলেও শরীর খারাপ থাকার কারণে সুজয়কৃষ্ণকে আদালতে হাজির করানো যায়নি। আগামী ২৮ ডিসেম্বর তাঁকে বিচার ভবনের বিশেষ আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।  এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সন্তু গঙ্গোপাধ্যায়কেও এদিন কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারক শুভেন্দু সাহা তাঁকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সন্তুর বিরুদ্ধে প্রায় ২৬ কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে বলে চার্জশিটে অভিযোগ করেছিল ইডি। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অন্যদিকে, সোমবার জামিন পাওয়ার পর এদিন হাইকোর্টের শর্ত মেনে আলিপুর মহিলা সংশোধনাগারে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। প্যারোলে থাকায় তিনি বাড়িতেই ছিলেন। জেলে জামিনের কাগজপত্র স্বাক্ষর করে তিনি মুক্তি পেয়েছেন। 
4h 4m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা