দেশ

আমেরিকায় আদানিদের বিরুদ্ধে কোনও ঘুষ দেওয়ার অভিযোগ ওঠেনি, বিবৃতি দিয়ে দাবি শিল্পগোষ্ঠীর

নয়াদিল্লি, ২৭ নভেম্বর: আমেরিকায় গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেডে’-এর সিইও বিনীত জৈনের বিরুদ্ধে কোনও ঘুষ দেওয়ার অভিযোগ ওঠেনি। আজ, বুধবার বিবৃতি দিয়ে এমনই দাবি করল আদানি শিল্পগোষ্ঠী। পাশপাশি এই অভিযোগ সংক্রান্ত সমস্ত সংবাদমাধ্যেমের প্রতিবেদনকেও ‘ভুল’ বলে দাবি করেছে তারা। তবে বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকার শেয়ার বাজার সংস্থা এসইসি এবং ন্যায়বিচার দপ্তরে আদানিদের বিরুদ্ধে অন্য তিনটি অভিযোগ রয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ঘুষ দেওয়া বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। এমনকী তাঁরা বৈদেশিক দুর্নীতি (এফসিপিএ) সংক্রান্ত কোনও আইনও লঙ্ঘন করেননি বলে বিবৃতিতে দাবি করেছে আদানি শিল্পগোষ্ঠী।
প্রসঙ্গত, গত বুধবার আদানি সহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আমেরিকার আদালত। আমেরিকার শেয়ার বাজার সংস্থা এসইসি এবং ন্যায়বিচার দপ্তর তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলে, তাঁরা ভারতের বিভিন্ন সরকারি আধিকারিকদের ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজার মূল্যের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রি করার বরাদ আদায় করেন। এই ঘুষের অঙ্ক ২৬.৫০ কোটি ডলার। এর মাধ্যমে আগামী ২০ বছর ধরে ২০০ কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা ছিল তাঁদের। আদানিদের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, এই প্রকল্পের জন্য ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেডে’ বাজার থেকে ঋণ এবং ঋণপত্রের মাধ্যমে ৭৫ কোটি ডলার তুলেছিলেন। এর মধ্যে আমেরিকার লগ্নীকারীদের কাছ থেকে মোট ১৭.৫০ কোটি টাকা তোলা হয়েছিল। যদিও এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আদানি গোষ্ঠী।
শিল্পগোষ্ঠী জানিয়েছে, এই অভিযোগের ফলে বাজারে তাদের প্রায় ৫৫ বিলিয়ন ডলারের কাছাকাছি আর্থিক ক্ষতি হয়েছে। বুধবার তারা বিবৃতি জানিয়ে দাবি করল আমেরিকায় আদানিদের বিরুদ্ধে কোনও ঘুষ দেওয়ার অভিযোগই ওঠেনি।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা