খেলা

সুনীলের কাছেই হারল মহমেডান স্পোর্টিং

মহমেডান স্পোর্টিং-  ১                       :                          বেঙ্গালুরু এফসি- ২
(মানজোকি)                                              (সুনীল পেনাল্টি, ফ্লোরেন্ট আত্মঘাতী)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুড়ো হাড়ে ভেলকি। সুনীল ম্যাজিকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। ৮১ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে ছিল গার্ডেন সিটির দল। এরপর পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান সুনীল ছেত্রী (১-১)। সংযোজিত সময়ে ফানাইয়ের মাইনাস চিলের মতো ছোঁ মেরে হেড করেন তিনি। মহমেডান ডিফেন্ডার ফ্লোরেন্টের কাঁধে লেগে বল জালে জড়ায় (২-১)। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে পিছিয়ে মোহন বাগান। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে মহমেডান স্পোর্টিং। কিশোর ভারতী স্টেডিয়ামে পরতে পরতে নাটক। ম্যাচের ৮ মিনিটে কাসিমভের কর্নার থেকে দুরন্ত হেডে জাল কাঁপান মানজোকি (১-০)। অফ ফর্মে থাকা ফুটবলারকে হয়তো সেভাবে পাত্তা দেননি রাহুল ভেকেরা। গোল হজম করে তার খেসারত দিলে হল। পাশাপাশি  কাসিমভ, মাফেলা, ইরশাদদের কড়া ট্যাকলে বেঙ্গালুরুর পাসিং ফুটবলের দফারফা। 
বিপদ বুঝে দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীকে নামিয়ে অল আউট আক্রমণে এল গার্ডেন সিটির দল। ৬২ মিনিটে সুনীলের দুরন্ত ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় রুখে দেন মহমেডান গোলরক্ষক ভাস্কর রায়। তবে লড়েও হার বাঁচাতে পারলেন না। শেষদিকে সমর্থকরা মাঠে বোতল ছোড়ায় উত্তেজনা তৈরি হয়।
মহমেডান: ভাস্কর, আদিঙ্গা, জুডিকা, গৌরব, ফ্লোরেন্টিনো,  ইরশাদ, মাফেলা (অমরজিৎ), কাসিমভ, ফ্রাঙ্কা (আলেক্সিস), রেমসাঙ্গা ও  মানজোকি।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা