খেলা

ব্রেস্টের বিরুদ্ধে দাপুটে জয় বার্সেলোনার, তিন গোলের লিড নিয়েও ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি

ম্যাঞ্চেস্টার: ৭৪ মিনিটেও ৩-০ ব্যবধানে এগিয়ে ম্যাঞ্চেস্টার সিটি। শেষ পাঁচ ম্যাচে হারের ধাক্কা ভুলে তখন এতিহাদ স্টেডিয়াম তখন গমগম করছে। সিটিজেনরা গান জুড়েছেন ‘উই আর দ্য বেস্ট ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড’। কিন্তু পরের মিনিটেই নীল ম্যাঞ্চেস্টার দুর্গে নেমে এল শ্মশানের নিস্তব্ধতা। আনিস হাজ মুসার গোলে লড়াইয়ে ফিরেছে ফেয়েনুর্ড। সাত মিনিট পর ফের গোল সফরকারী দলের। আর নির্ধারিত সময়ের আগে ৩-৩ হতেই ধৈর্যের বাঁধ ভাঙল সমর্থকদের। কোচ পেপ গুয়ার্দিওলা সহ ফুটবলারদের দিকে উড়ে এল গালিগালাজ। গত এক দশকে এতিহাদ স্টেডিয়ামে যা নজিরবিহীন।
এভাবেও যে ম্যাচ হাতছাড়া করা যায়, তা দেখিয়ে দিল পেরে দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস বলছে, ৭৪ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ড্র করা প্রথম দল এখন ম্যাঞ্চেস্টার সিটি। এমন লজ্জায় রীতিমতো বিধ্বস্ত পেপ গুয়ার্দিওলা। ম্যাচের পর আবার দেখা গেল, ম্যান সিটি কোচের মুখে একাধিক ক্ষতচিহ্ন। এই নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে সংবাদমাধ্যমকে স্প্যানিশ কোচের জবাব, ‘হতাশায় নখ দিয়ে নিজেই নিজেকে আঁচড়েছি।’
টানা পাঁচ ম্যাচে হারের পর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামে ম্যান সিটি। ধাক্কা ভুলে প্রথম মিনিট থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে হোম টিম। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড (১-০)। ছ’ মিনিটে পরেই বাক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ইকে গুন্দোগান (২-০)। ৫৩ মিনিটে ফের জাল কাঁপালেন হালান্ড (৩-০)। কিন্তু ৭০ মিনিটের পর অজানা কারণে ম্যাচ থেকে হারিয়ে গেল ম্যান সিটি। সেই সুযোগ কাজে লাগিয়েই পয়েন্ট নিছিয়ে নিয়ে গেল ডাচ ক্লাবটি। এই ড্রয়ের পর ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে সিটিজেনরা।
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে ঘরের মাঠে ব্রেস্টকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা। দশম মিনিটেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদে রেকর্ড বুকে নাম তোলেন লিওয়ানডস্কি। মেসি, রোনাল্ডোর  পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে শত গোলের মাইলস্টোন স্পর্শ করলেন পোলিশ স্ট্রাইকার। এরপর ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানি ওলমো। আর সংযোজিত সময়ে শেষ পেরেকটি পোঁতেন সেই লিওয়ানডস্কি। জিতে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সা (১২)।
-দলের পারফরম্যান্সে হতাশ কোচ পেপ গুয়ার্দিওলা।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা