দেশ

পাইলট তরুণীর মৃত্যুতে বাড়ছে রহস্য! একাধিক অভিযোগে বিদ্ধ প্রেমিক

২৮ নভেম্বর, মুম্বই: ২৫ বছরের পাইলট তরুণীর মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক অভিযোগ। মৃত তরুণীর পরিবারের দাবি, এই মৃত্যু আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। অন্যদিকে, তরুণীর প্রেমিকের দাবি, আত্মহত্যা করেছেন সৃষ্টি তুলি নামে ওই তরুণী। যদিও, ইতিমধ্যেই মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিস।
জানা গিয়েছে, ওই তরুণী পাইলট ও তাঁর প্রেমিক দিল্লিতে একইসঙ্গে পাইলটের জন্য প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত প্রেমিক আদিত্য পণ্ডিত ড্রপ আউট হয়। অন্যদিকে পাইলট হন সৃষ্টি। এরপর তিনি চলে আসেন মুম্বইতে। পরিবারের অভিযোগ, এই কারণেই নিজের প্রেমিকাকে হিংসা করতে শুরু করে অভিযুক্ত।
যদিও আদিত্য পণ্ডিতের দাবি, ঘটনার দিন সে বাইরে থেকে ফ্ল্যাটে ফিরে দেখতে পায় দরজা বন্ধ। অনেক ধাক্কাধাক্কি করেও দরজা না খোলায়, একজন চাবি মিস্ত্রিকে ডেকে তালা খুলতে হয়। তবে সৃষ্টির পরিবার আদিত্যর এই দাবি মানতে নারাজ। তাঁদের দাবি, আদিত্য নামে ওই যুবক তাঁদের বাড়ির মেয়েকে টাকার জন্য ব্ল্যাকমেইলিং-সহ মানসিক ভাবে নির্যাতন করত। এমনকী  প্রকাশ্যে নানা ভাবে অপদস্থ করা হত বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি, আমিষ খাওয়া চলবে না, বরং নিরামিষ খাওয়ার জন্য সৃষ্টিকে চাপ দেওয়া হত বলেও অভিযোগ করেছে মৃতার পরিবার।
পুলিস সূত্রে খবর, গত সোমবার মুম্বইয়ের মোরালি এলাকায় তরুণীর নিজের ফ্ল্যাট থেকেই ওই তরুণী পাইলটের দেহ উদ্ধার হয়। মোবাইলের চার্জারের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়েই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল। যদিও এই দাবি মানতে নারাজ পরিবার। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিস।
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা