দেশ

বঞ্চনার সঙ্গেই  আম জনতার ইস্যু সংসদে তুলে ধরবে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে মোদি বিরোধিতায় কংগ্রেসের তালে তাল না মিলিয়ে নিজের মতো অবস্থানেই জোর দিচ্ছে তৃণমূল। বাংলার বঞ্চনার পাশাপাশি সাধারণ মানুষের ইস্যুকেই তারা বেশি করে সংসদের অন্দরে তুলে ধরতে উদ্যোগী। তবে কোনও ‘কমন’ ইস্যু ঠিক হলে তাতে তৃণমূল যোগ দেবে বলে জানা গিয়েছে।
 বুধবার বসেছিল তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত বক্সী সহ দলের প্রায় সব এমপিই। সেখানেই ঠিক হয়েছে, দুর্নীতির চেয়ে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার ইস্যুই তৃণমূলের কাছে অগ্রাধিকার। পাশাপাশি মূল্যবৃদ্ধি, সার সঙ্কট, বেকারত্বর মতো সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সংসদে সোচ্চার হওয়া বেশি প্রয়োজন। তাছাড়া দিনের পর দিন সংসদ অচল নয়, বরং সংসদে আলোচনার মাধ্যমেই মোদিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে তৃণমূল। সেই মতোই দলকে তৈরি হতে নির্দেশ দিয়েছেন অভিষেক। বৈঠকের পর ডেরেক জানান, ‘আমরা চাই সংসদ চলুক।’ 
বুধবারও দফায় দফায় মুলতুবি হয়ে গেল সংসদ। মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশয় দেওয়ার অভিযোগে লোকসভা উত্তাল করল কংগ্রেস। উত্তরপ্রদেশের সম্ভল ইস্যুতে সমাজবাদী পার্টি। লোকসভার ওয়েলে নেমে চলল বিক্ষোভ। যার জেরে প্রথমে বেলা ১১ টায় সভার বসতেই একবার মুলতুবি। ফের বেলা ১২ টায় সভা বসলেও বিরোধীদের সোচ্চারে সভা চালাতে না পেরে সারাদিনের জন্য। 
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ‘বর্তমান’-কে একান্তভাবে বলেন, ‘আমরা চাই ইন্ডিয়া জোট অটুট থাকুক। মোদি বিরোধী সব দলই একজোট থাকুক। তা নাহলে বিজেপিরই সুবিধা হয়ে যাবে।’ আজ, বৃহস্পতিবার রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় নাম আছে কংগ্রেস সভাপতি খাড়্গের।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা