দেশ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, ৫ চিকিৎসকের মৃত্যু

লখনউ, ২৭ নভেম্বর: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল ৫ জন চিকিৎসকের। গুরুতর জখম আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। আজ, বুধবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে, লখনউতে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সেখান থেকে ফেরার সময়ই ঘটে দুর্ঘটনাটি। কনৌজের তিরওয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে তাঁদের গাড়ি। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে চিকিৎসকদের গাড়িটির। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ৬ জন ছিলেন। অকুস্থলেই ৫জন মারা যান। জয়বীর নামের এক চিকিৎসককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। তবে তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিস সূত্রে খবর মৃতেরা হলেন, অনিরুদ্ধ ভার্মা, সন্তোষ কুমার মৌর্য, জয়বীর সিং, অরুণ কুমার এবং নরদেব। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাঁচজনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা অবশ্য জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন গাড়ির চালক। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। অন্যদিকে, শীতকালের ভোরে ওই হাইওয়েতে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। তার জেরেও দুর্ঘটনাটি ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৩ টাকা৮৫.১৭ টাকা
পাউন্ড১০৪.১৯ টাকা১০৭.৯০ টাকা
ইউরো৮৬.৭৫ টাকা৯০.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা