দেশ

রণে ভঙ্গ সিন্ধের, বিজেপি থেকেই নয়া মুখ্যমন্ত্রী

মুম্বই (পিটিআই): ফল প্রকাশ হয়েছিল গত শনিবার। ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টিই মহাযুতির দখলে। তা সত্ত্বেও নয়া মুখ্যমন্ত্রী নাম নিয়ে ধোঁয়াশা কাটেনি। নেপথ্যে শরিকি দড়ি টানাটানি। আরও স্পষ্ট করে বললে, বিজেপি বনাম শিবসেনা (একনাথ সিন্ধে) ঠান্ডাযুদ্ধ। তবে, দীর্ঘ স্নুায়ুর লড়াইয়ের পর অবশেষে রণে ভঙ্গ দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। বুধবার তিনি জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি কথা দিয়েছেন, পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণে বিজেপির সিদ্ধান্তই মেনে নেবেন। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী যে বিজেপি থেকেই হচ্ছেন, এদিন তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দেবেন্দ্র ফড়নবিশই এগিয়ে বলে রাজনৈতিক মহলের মত। আগামী কাল বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে মহাযুতির তিন প্রধান শরিকের তিন শীর্ষ নেতার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে বলে খবর। এদিন সাংবাদিক বৈঠকে সিন্ধে বলেন, ‘আমি আজীবনের কর্মী। আমার কাছে সিএম-এর অর্থ চিফ মিনিস্টার নয়, কমন ম্যান।’
লোকসভা ভোটে ধরাশায়ী হওয়া সত্ত্বেও সদ্য বিধানসভা ভোটে অভাবনীয় ফল করেছে বিজেপি, সিন্ধে-সেনা ও এনসিপি (অজিত পাওয়ার) কে নিয়ে গড়া মহাযুতি। সিন্ধের নেতৃত্বে এই বিশাল জয়ের  পর থেকেই শিবসেনার নেতাকর্মীরা অনড় অবস্থান নিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, সিন্ধের নেতৃত্বে জয় আসায় তাঁকেই ফের মুখ্যমন্ত্রী করা উচিত। দলের একাংশ দাবি করে, ভোটের আগে ঠিক হয়েছিল বিজেপি বেশি আসনে লড়বে। তবে মহাযুতি জয়ী হলে সিন্ধেকেই দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী করা হবে। তবে বিজেপি একাই ১৩২টি আসন পাওয়ায় পদ্ম শিবিরও মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে নারাজ। ফড়নবিশের পক্ষে জোরালো সওয়াল করেন বিজেপি নেতারাও। অবশেষে এদিন থানের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে সিন্ধে জানিয়ে দিলেন, বড় শরিক বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তই মেনে নেবেন। এই শিবসেনা নেতা বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তাঁদের সিদ্ধান্ত নিতে বলেছি। জানিয়েছি, তাঁরা যা সিদ্ধান্ত নেবেন মেনে নেব। আমাদের দিক থেকে কোনও স্পিড ব্রেকার থাকবে না।’ দ্বিতীয় বার মুখ্যমন্ত্রীর চেয়ার না পেলেও তিনি হতাশ নন বলেই দাবি সিন্ধের। বলেন, ‘কারও কোনও অসন্তোষ নেই। আগামী কাল অমিত ভাইয়ের (শাহ) সঙ্গে বৈঠক রয়েছে। সেখানেই সব বিষয়ে (উপ মুখ্যমন্ত্রী ও নয়া মন্ত্রিসভার গঠন) সিদ্ধান্ত হবে।’ রিপোর্ট অনুযায়ী, অমিত শাহের সঙ্গে ওই বৈঠকে সিন্ধের পাশাপাশি থাকবেন দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপি নেতা অজিত পাওয়ার। এর আগেই অজিত মুখ্যমন্ত্রী পদে ফড়নবিশকে সমর্থনের কথা জানিয়েছিলেন। এবার শিবসেনাও দাবি থেকে সরে এল। ছবি: পিটিআই
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা