দেশ

‘অপরাজিতা বিলে’ সই করেননি রাজ্যপাল, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চাইল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির পক্ষে পাশ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘অপরাজিতা বিল’-এ কেন এখনও সই করছেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস? এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সোচ্চার তৃণমূল। এবার রাজ্যপালের ওপর চাপ সৃষ্টি করতে এ ব্যাপারে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চায় তৃণমূল। সেই মতো দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। 
অন্যদিকে, দেশে ক্রমশ নিত্যপ঩ণ্যের বাজারদর প্রায় রকেট গতিতে বাড়তে থাকায় প্রধানমন্ত্রীকে অবিলম্বে ইতিবাচক ব্যবস্থা নেওয়ার দাবিতে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন সৌগত রায়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তিনি উপদেষ্টা। তাই মূল্যবৃদ্ধি রুখতে রেশন দোকানের মাধ্যমে ভারত ব্রান্ডের চাল, আটা, ডাল বিক্রি শুরু করা হোক ব঩লেই দাবি করেছেন তিনি। একইভাবে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী (দেব) লোকসভায় রেখেছিলেন রেশনের মাধ্যমে দেওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সংক্রান্ত প্রশ্ন। 
জানতে চেয়েছিলেন, কতদিন গরিবরা পাবেন বিনামূল্যের রেশন? এ ব্যাপারে কোনও সমীক্ষা কি করেছে কেন্দ্র? জবাবে খাদ্য-উপভোক্তা বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিবুবেন জানিয়েছেন, এ ব্যাপারে কোনও সমীক্ষা হয়নি ঠিকই। তবে আগামী পাঁচ বছর এই ফ্রি রেশন দেওয়া হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বলে পশ্চিমবঙ্গের  ৬ কোটির কিছু বেশি গ্রাহকের পাশাপাশি গোটা দেশে ৮০ কোটি ৬৭ লক্ষ মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ফ্রি রেশন দেওয়া হয়। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা