দেশ

সেতু থেকে পড়ে মৃত্যু: গুগল আধিকারিকের বিরুদ্ধে মামলা

লখনউ: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বিপত্তি। নির্মীয়মাণ সেতু থেকে নদীতে গাড়ি পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে গত রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ভুল তথ্য দেওয়ার অভিযোগে গুগল ম্যাপের এক আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিস। এছাড়াও উত্তরপ্রদেশ পূর্তদপ্তরের চার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মৃত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিস। তাঁরা হলেন নীতিন, অজিত এবং অমিত। নীতিন এবং অমিত দুই ভাই। তাঁদের বাড়ি ফারুকবাদ জেলায়। অন্যদিকে অমিতের বাড়ি মইনপুরিতে। শনিবরা তাঁরা গাড়ি নিয়ে নয়ডা থেকে বেরিলির ফরিদপুরে বিয়েবাড়ি যাচ্ছিলেন। বেরিলি-বদায়ুন সীমানায় নির্মীয়মাণ সেতু থেকে তাঁদের গাড়ি রামগঙ্গা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নীতিনদের। দাতাগঞ্জ থানার এসএইচও গৌরব বিষ্ণোই বলেন, ‘পূর্তদপ্তরের চার ইঞ্জিনিয়ারের নামে এফআইআর দায়ের করা হয়েছে।’ এছা‌ড়াও গুগল ম্যাপের আঞ্চলিক দপ্তরের একজন আধিকারিককেও তদন্তের আওতায় আনা হচ্ছে। তবে তাঁর নাম এখনও এফআইআরে যুক্ত করা হয়নি বলে ওই পুলিস আধিকারিক জানিয়েছেন। 
বদায়ুনের জেলাশাসক নীধি শ্রীবাস্তব বলেন, সেতু সংলগ্ন এলাকায় এখন পুলিস মোতায়েন রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্তদপ্তর ও সেতুনিগমকে সব রাস্তা, সেতু, ফ্লাইওভার এবং আন্ডারপাস পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা