কলকাতা

মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বড়মা মন্দিরে নতুন ফাঁড়ির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে এসে নৈহাটির বড়মা মন্দিরে নতুন পুলিস ফাঁড়ি তৈরির কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার বিকেলে বড়মা মন্দিরে বড়মা পুলিস আউটপোস্টের উদ্বোধন করা হয়। ওই কর্মসূচিতে বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া, নৈহাটির নব নির্বাচিত বিধায়ক সনৎ দে, নৈহাটি পুরসভার চেয়ারম্যান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় প্রমুখ ছিলেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এই পুলিস ফাঁড়ির মাধ্যমে বড়মা মন্দির ছাড়াও অরবিন্দ রোড, বাজার এলাকা, বড়মা ফেরিঘাট চত্বরের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে। এখানে একজন এসআই, তিনজন এএসআই, আটজন কনস্টেবল ছাড়াও সিভিক ভলান্টিয়াররা থাকবেন। আগামী দিনে চারজন মহিলা পুলিস কর্মী মোতায়েন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পুলিসের এই সক্রিয়তায় খুশি নৈহাটির বাসিন্দারা। 
পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, মুখ্যমন্ত্রী নতুন পুলিস ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছিলেন। মন্দির কমিটি, পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক সহ সকলে উদ্যোগ নিয়ে অত্যন্ত দ্রুত জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরাও সেখানে পুলিস ফাঁড়ি চালু করলাম। আগামী দিনে মায়ের মন্দির ও এলাকার নিরাপত্তা আরও পোক্ত করা 
হবে।-নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা