কলকাতা

কালভার্ট দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত ধানের খেত, ক্ষতিগ্রস্ত পুকুর

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর পূর্ব থানগড়া পালের চক এলাকায় ২০২২-২৩ অর্থবর্ষে তৈরি করা হয়েছিল একটি কালভার্ট। কিন্তু সেই কালভার্টে কোনও ঢাকনা বসানো হয়নি। কোটাল হলেই ওই কালভার্ট দিয়ে এখন নোনা জল ঢুকে পড়ছে গ্রামে। সেই নোনা জলে ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এমনকী গ্রামের বেশ কয়েকটি পুকুরও ক্ষতিগ্রস্ত। জানা গিয়েছে, গ্রামের জল নিকাশির জন্য কালনাগিনী নদী বাঁধে একটি কংক্রিটের পাইপ বসানো ছিল। গত প্রায় ১৫ বছর ধরে ওই পাইপ দিয়েই গ্রামের জল নিকাশি হতো। পাইপের মাথায় ঢাকনা লাগানো ছিল বলে নদীর জল গ্রামের ভিতরে ঢুকতে পারত না। এরপর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পাইপ তুলে দিয়ে ৩,৪৯,৮৮৩ টাকা খরচ করে প্রায় ৪০ ফুটের একটি কালভার্ট বানানো হয়। কিন্তু কালভার্টের মাথায় কোনও ঢাকনা লাগানো হয়নি। এখন নদীর জল বাড়লেই ওই কালভার্ট দিয়ে নোনা জল ঢুকে পড়ছে গ্রামের ভিতরে। এ বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী লক্ষ্মণ দাস বলেন, ওই কালভার্টের পিছনে প্রায় ৩০০ বিঘা কৃষিজমি রয়েছে। সম্প্রতি পূর্ণিমার কোটালে নোনা জল ঢুকে বেশ কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়েছে। বর্তমান এই এলাকার কোনও পুকুরে আর মাছ চাষ করা যায় না। প্রায় প্রতিটি পুকুরের জল এখন নোনা। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যিই যদি কোনও সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সমাধান করা হবে। - নিজস্ব চিত্র
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা