কলকাতা

আতঙ্ক সঙ্গী করেই আন্ডারপাসে বরানগর, কামারহাটির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটি-বরানগরের সংযোগকারী আন্ডারপাসে সারা বছরই জমে থাকে জল। দিনের বেলাও রাতের মতো অন্ধকার। রাতে আন্ডারপাসের বেশিরভাগ আলো বন্ধ থাকে। রাস্তার অবস্থাও বেহাল। সন্ধ্যার পর সেখান দিয়ে যাতায়াত করতে আতঙ্কে ভোগেন এলাকাবাসীরা। তবে রোজ দুই পুরসভার হাজার হাজার মানুষ হাঁটা পথে, গাড়ি, সাইকেল, টোটো ও রিকশয় যাতায়াত করেন। এলাকাবাসীর অভিযোগ, এই আন্ডারপাস সংস্কারে কারও কোনও ভ্রূক্ষেপ নেই। যদিও কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, রেলের জায়গা হলেও সাধারণ মানুষের স্বার্থে নিয়মিত পুরসভা রক্ষণাবেক্ষণ করে। তবে দুষ্কৃতীরা প্রায়ই আলো ভেঙে দেয়। আর জল সরানোর জন্য নতুন পাম্প হাউস তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে। 
এলাকাটি বরানগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সর্বহারা কলোনি। তার পাশ দিয়ে গিয়েছে ডানকুনির রেল লাইন ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। উল্টো দিকে রয়েছে কামারহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর। এক্সপ্রেসওয়ে ও রেল লাইনের নীচ দিয়ে লম্বা আন্ডারপাস রয়েছে। মূলত বেলঘরিয়া ও ডানলপে যাতায়াতের জন্য এলাকার কয়েক হাজার মানুষের কাছে ওই আন্ডারপাস সহজ রাস্তা। ডানলপ মোড়ে যানজট হলে তখন এই আন্ডারপাস বিকল্প রাস্তা হয়। কিন্তু আন্ডারপাসের হাল দেখলে যে কোনও ব্যক্তি আতঙ্কে পড়বেন। আন্ডারপাসে জমে গোড়ালির উপরে জল। ঘুটঘুটে অন্ধকারে ঢেকে রয়েছে। তারমধ্যেই পাশের হাত খানেক উঁচু স্ল্যাব দিয়ে হেঁটে যাতায়াত করছে স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দা স্বরূপ দাস, চৈতালি কর্মকাররা বলেন, সারা বছর জল জমে থাকে। দিনের বেলাও অন্ধকার থাকে। সন্ধ্যার পর প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। সর্বত্র নেশাগ্রস্তরা ঘুরে বেড়ায়। যে কোনও দিন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ করা উচিত।
কামারহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজু পুততুণ্ডু বলেন, ওই আন্ডারপাস রেলের জায়গা। বরানগর ও কামারহাটির হাজার হাজার মানুষ যাতায়াত করে। কামারহাটি পুরসভা ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা দফায় দফায় আলো লাগাই। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তা ভেঙে দেওয়া হয়। আন্ডারপাসের জল পাশের দুটি পুকুরে পড়ার কথা। কিন্তু পুকুরের জলের উচ্চতার থেকে আন্ডারপাস গভীর। ফলে জল জমে থাকে। সাধারণ মানুষের স্বার্থে আন্ডারপাসের একদিক উঁচু করে হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে। পাশে একটি পাম্প স্টেশন তৈরির কাজ করা হচ্ছে। আশা করছি সামনের বছর থেকে সমস্যা অনেকটাই মিটবে।-নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা