কলকাতা

সাড়ে ৩ হাজারেই অনুপ্রবেশ সুন্দরবনে বাংলাদেশ থেকে ঢুকেছেন ক’জন, তদন্ত

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাসপোর্ট কিংবা ভিসা, কিছুই নেই। কিন্তু রয়েছে দালাল মারফত চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেনা গল্প। বেশিরভাগ অনুপ্রবেশই ঘটে স্থল সীমান্ত দিয়ে। এবার সুন্দরবন অঞ্চলের জল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানোর চক্র সামনে এল। এই চক্রের পান্ডা তথা এক দালালকে পাকড়াও করেছে বিএসএফ। তাকে জেরা করে অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জেরায় সে বিএসএফকে জানিয়েছে, অনুপ্রবেশে সাহায্যের জন্য সে মাথাপিছু সাড়ে ৩ হাজার টাকা করে কমিশন নিত। তার বিনিময়ে রাতের অন্ধকারে ভারতে আসার সুযোগ করে দিত। এই দালালের সঙ্গে বাংলাদেশের কিছু দালালও যুক্ত রয়েছে। তারা ওপার থেকে কাস্টমার পাঠাত। তবে, বাংলাদেশে অশান্তির সময় কতজন তার হাত ধরে ভারতে ঢুকেছে, সেই তথ্য জানতে শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে পুরো চক্রটির কিনারা করতেও খোঁজ চালাচ্ছে বিএসএফের গোয়েন্দা শাখা।বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সামশেরনগর এলাকায় রয়েছে ভারত-বাংলাদেশের জল সীমান্ত। বিএসএফ গোয়েন্দাদের কাছে খবর ছিল, সেখানে অনুপ্রবেশ ঘটতে পারে। গত ১৩ অক্টোবর আচমকা অভিযান চালান বিএসএফ জওয়ানরা। সেই সময় ওই দালাল একটি পার্কের কাছে ছিল। জওয়ানদের দেখেই সে পালাবার চেষ্টা করেছিল। কিন্তু, জওয়ানরা পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে।
বিএসএফ জানিয়েছে, পাকড়াও করার পর তাকে জেরা করে হয়েছিল। ধৃতের বাড়ি সামশেরনগরের পাশে কালীতলা এলাকায়। সে অনুপ্রবেশের চক্রের সঙ্গে জড়িত। তার সঙ্গে বাংলাদেশের শ্যামনগরের এক কুখ্যাত দালাল যুক্ত রয়েছে। ওই বাংলাদেশি দালাল নৌকো করে অনুপ্রবেশকারীদের জলপথে সীমান্তে পাঠাত। এপারে তাদের রিসিভ করত এই দালাল। সীমান্তে পৌঁছনোর পর সে অটো রিকশর মাধ্যমে অনুপ্রবেশকারীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে অশান্তির আগুন জ্বলে উঠেছিল বাংলাদেশে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়। ওই অশান্তির আঁচ যাতে ভারতে না পড়ে, তার জন্য প্রথম দিন থেকেই সতর্ক ছিল বিএসএফ। অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, অসম, মেঘালয় ও মিজোরামের সীমান্তে বিএসএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই সময় উত্তরবঙ্গের একটি গ্রামে অনুপ্রবেশের চেষ্টা হলেও সফল হয়নি। দক্ষিণবঙ্গের কোনও জায়গাতেই ঢুকতে পারেননি কেউ। এই দালালকে গ্রেপ্তার করার পর বিএসএফ খতিয়ে দেখছে, তার হাত ধরে কেউ চোরাপথে ঢুকেছে কি না। তবে, এখনও পর্যন্ত অনুপ্রবেশের কোনও তথ্য মেলেনি।
বিএসএফ জানিয়েছে, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত দালালকে স্থানীয় হেমনগর কোস্টাল পুলিসের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে এলাকার কারা কারা দালালির কাজে যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। 
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা