রাজ্য

জাতীয় ক্যাটালগে জায়গা বাংলার কাঠের মুখোশ, টেরাকোটা মূর্তির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। আঞ্চলিক পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি দিতে উদ্যোগ নেয় তারা। রাজ্য সরকার ও বণিক মহলও সেই উদ্যোগে এগিয়ে আসে। যে-সমস্ত পণ্য ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে, সেগুলির মধ্যে রয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকার পণ্যও। সেসব ট্রাইবাল পণ্যকে বিদেশের কাছে তুলে ধরতে ও প্রচার বাড়াতে ক্যাটালগ তৈরি করল কেন্দ্রীয় সরকার। পণ্যগুলির রপ্তানি বাড়াতে এই ক্যাটালগটিকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা হবে। দাবি বাণিজ্য মন্ত্রকের। সেখানে ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গেরও দুটি পণ্য। 
কোনও একটি নির্দিষ্ট এলাকায় যদি কোনও পণ্য উৎপত্তি লাভ করে বা প্রসিদ্ধ হয়, তাহলে সেইসব প঩ণ্যের জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা দাবিসহ আবেদন করা যায়। জিআই স্বীকৃত পণ্য দেশীয় বাজারে তো বটেই, আন্তর্জাতিক মহলেও বাণিজ্যিক কদর পায়। পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিং চা, তুলাইপাঞ্জি চাল, বালুচরি শাড়ি, শান্তিপুরি তাঁত, সুন্দরবনের মধুর মতো বেশ কিছু পণ্য ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে। সেই তালিকায় রয়েছে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, জয়নগরের মোয়া বা বাংলার রসগোল্লার মতো পণ্যও। বাণিজ্য মন্ত্রক যে ক্যাটালগ তৈরি করেছে, তাতে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে কুশমন্ডির কাঠের মুখোশ ও বাঁকুড়ার টেরাকোটার মূর্তি। এই দুটি পণ্যই আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে। কেন্দ্রীয় সরকারের দাবি,  মুখোশ সাধারণত ব্যবহার করা হয় অভিনয় ও অন্যান্য প্রয়োজনে। কিন্তু এই রংবাহারি মুখোশগুলি ঘর সাজানোর জন্য অনন্য। পাশাপাশি বাঁকুড়া টেরাকোটার মূর্তিগুলিও পোড়ামাটির তৈরি। হাতের কাজের গুণেই সেগুলো অত্যন্ত জনপ্রিয়। রুচি ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাতে অনেক পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু তার নিজস্বতা অটুট। কেন্দ্রীয় সরকারের এই জিআই ক্যাটালগের তালিকায় ঠাঁই পেয়েছে ওড়িশার সিমলিপালের কাই চাটনি, অরুণাচল প্রদেশের গালো পোশাক, গুজরাতের পিথোরা পেইন্টিং, রাজস্থানের মোলেরা  ক্লে ওয়ার্ক, উত্তরাখণ্ডের মুনশিয়ারি রাজমা, নাগাল্যান্ডের চাখেসাং শাল, ছত্তিশগড়ের জিরাফুল, মহারাষ্ট্রের নানদুরবার আমচুর, কেরলের রবুস্তা কফি, ঝাড়খণ্ডের সোহরাই খোভার পেইন্টিং, তেলেঙ্গানার আদিলাবাদ ডোকরা, বস্তারের ঢোকরা প্রভৃতি।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা