রাজ্য

‘এখানে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় না কাউকে’, বিজেপির অভিযোগের জবাব বিমানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গল ও বুধবার আলোচনা হল বিধানসভা অধিবেশনে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি প্রস্তাব আনেন। সেই প্রস্তাবের উপর আলোচনায় বিজেপি পরিষদীয় দলের তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। এক-এক করে তা খণ্ডন করেন অধ্যক্ষ নিজেই। বিজেপি দাবি করে, বিরোধী হিসেবে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় না। বিধানসভার বলার সুযোগও দেওয়া হয় না। বুধবার অধ্যক্ষ বলেন, ‘আমাদের এখানে গণতন্ত্র রয়েছে। সবাইকে বলার সুযোগ দেওয়া হয়। অন্য রাজ্যের মতো এখানে মার্শাল দিয়ে কাউকে বের করে দেওয়া হয় না।’ সেই সঙ্গে বিমানবাবু উল্লেখ করেন, ‘মিউজিয়াম উদ্বোধন সহ বিধানসভার বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিরোধী দলনেতা ও বিরোধী দলের মুখ্য সচেতকের কাছে। তাঁরাই বরং আসেননি। তাছাড়া, বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদও বিজেপি পরিষদীয় দলের সদস্যদের দেওয়া হয়েছে।’ বিজেপি অবশ্য এই জবাবে সন্তুষ্ট না হয়ে বিধানসভার অধ্যক্ষের আচরণ নিয়ে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে। সেই চিঠি দেওয়া হয়েছে অন্য রাজ্যের বিধানসভার অধ্যক্ষদেরও। এদিন অধিবেশনে বিজেপি বিধায়কদের উপর কিছুটা ক্ষুব্ধও হন বিমানবাবু। কারণ, সংবিধানের উপর আলোচনা চলার সময়েই অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান সিংহভাগ বিজেপি বিধায়ক। সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় কীভাবে তাঁরা বেরিয়ে গেলেন, তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি।
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা