রাজ্য

বঙ্গে বিদ্যুৎ সস্তা, ডাবল ইঞ্জিন রাজ্যে দাম আকাশ ছোঁয়া, বিধানসভায় জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যার মধ্যে অন্যতম ছিল সস্তায় বিদ্যুৎ সরবরাহ করা। কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, বিহার, মহারাষ্ট্র—প্রতিটি ডাবল ইঞ্জিন রাজ্যেই বাংলার তুলনায় অনেক বেশি দরে বিদ্যুৎ কিনতে হয় আম জনতাকে। এমনকী দিল্লির তুলনাতেও বাংলায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম অনেক কম। বুধবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে এই পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। 
এদিন বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী একেবারে পরিসংখ্যান তুলে ধরে জানান, বাংলার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ১২ পয়সা। সেই জায়গায় কর্নাটকে এক ইউনিটের দাম ৯ টাকা ৮৩ পয়সা, বিহারে ৯ টাকা ১৩ পয়সা, অসমে ৯ টাকা ৫৫ পয়সা, মহারাষ্ট্রে ৮ টাকা ৯১ পয়সা, উত্তরপ্রদেশে ৭ টাকা ৬৪ পয়সা। ফলে বাংলায় বিদ্যুতের দাম নিয়ে যা বলা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। তিনি আরও বলেন, বর্তমানে এক মিনিটের জন্যও লোডশেডিং হয় না। ঝড়-বৃষ্টির সময়ও যাতে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় সেজন্য বিশেষ কেবল ব্যবহার করা হচ্ছে।  এছাড়াও এরাজ্যে একাধিক নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। আবার সংস্কার করা হচ্ছে পুরনো কেন্দ্রগুলিকেও। যার জন্য ২,৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়। জঙ্গলমহলের ঝাড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় মোট ১৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে।
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা