দেশ

আজ হেমন্ত সোরেনের শপথগ্রহণ, থাকবেন মমতা সহ এক ঝাঁক বিরোধী নেতা

রাঁচি: ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার ফের শপথ নেবেন হেমন্ত সোরেন। রাঁচির মোরাদাবাদি গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই উপলক্ষ্যে রাঁচিতে ফের একবার ‘শক্তি’ প্রদর্শন করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র এক ঝাঁক শীর্ষ নেতা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকেল চারটের সময় হেমন্তকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার। 
টানা দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠাতা পেয়ে সরকার গঠন করতে চলেছেন হেমন্ত। শপথগ্রহণের পাশাপাশি জল্পনা চলছে নতুন মন্ত্রিসভায় কাদের দেখা যাবে। হেমন্ত-পত্নী কল্পনা সোরেন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়া মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন হেমন্তের ভাই বসন্তও। জেএমএমের একটি সূত্রে খবর, ৭:৪:১ ফর্মুলায় দপ্তর বণ্টন হতে পারে। জেএমএম মুখ্যমন্ত্রীর পদ সহ সাতটি পদ পেতে পারে। জোটের দুই শরিক কংগ্রেস ও আরজেডি যথাক্রমে চারটি ও একটি দপ্তরের পেতে চলেছে। আর এক শরিক সিপিআইএমএল সম্ভবত মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না।
ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে খবর, বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনসিপি (শারদপন্থী) প্রধান শারদ পাওয়ার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা নিশ্চিত। এছাড়া আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা (উদ্ধবপন্থী) প্রধান উদ্ধব থ্যাকারে, সিপিএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব,  উদয়নিধি স্ট্যালিনরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
দাদু সোবারান সোরেনের মূর্তিতে শ্রদ্ধা হেমন্তের। সঙ্গে স্ত্রী কল্পনা। বুধবার রামগড়ে।-পিটিআই
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা