দেশ

আজ শপথ প্রিয়াঙ্কা গান্ধীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সাংসদ হিসেবে লোকসভায় শপথ নেবেন প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধী দলনেতা তথা দাদা রাহুল গান্ধীও সেই সময় সভায় থাকবেন বলে জানা গিয়েছে। শপথ নেওয়ার পর সংসদে প্রিয়াঙ্কার ভূমিকা কী হয়, তা জানতে দলের মধ্যে কৌতুহল বাড়ছে। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর আগামী ১ ডিসেম্বর ভোটারদের ধন্যবাদ জানাতে ওয়েনাড়ে রোড শো করতে যাচ্ছেন সোনিয়া-কন্যা। কেরলের ওয়েনাড় থেকে চলতি বছরের লোকসভা ভোটে জিতেছিলেন রাহুল। আবার উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকেও জয়ী হয়েছিলেন। শেষপর্যন্ত ওয়েনাড় ছেড়ে দেন রাহুল। সেখানে উপনির্বাচনে জিতেছেন প্রিয়াঙ্কা। 
অন্যদিকে, আগামী শুক্রবার বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানে ঠিক হবে, কীভাবে সংসদের অন্দরে এবং বাইরে নরেন্দ্র মোদিকে আক্রমণ করা হবে। দুর্নীতির অভিযোগে সরাসরি প্রধানমন্ত্রীই টার্গেট কংগ্রেসের। একইসঙ্গে ইভিএম ইস্যুতেও বিরোধীদের একজোট করে দেশ ব্যাপী কর্মসূচির ব্যাপারে আলোচনা হতে পারে বলেই দলীয় সূত্রে খবর। তেলেঙ্গানা, কর্ণাটক হোক বা হিমাচল প্রদেশ, জোটে ঝাড়খণ্ড হোক কিংবা তামিলনাড়ু, ইভিএমের ভোটেই কংগ্রেস রাজ্য‌ জয় করে সরকার গড়েছে। তবুও রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা হয়ে সম্প্রতি মহারাষ্ট্রে কংগ্রেস গোহারা হেরে ইভিএমে কারচুপির অভিযোগে সরব। তাই ফের তারা পেপার ব্যালটেই ভোটের পক্ষে। এ ব্যাপারে সমাজবাদী পার্টি, তৃণমূলকেও পাশে পাচ্ছে কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বুধবার বলেন, আমরাও পেপার ব্যালটের পক্ষে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা