দেশ

দু’বছরে মিড ডে মিলে বাড়ল মাত্র ৭৪ পয়সা!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র ঘটা করে মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে ‘পি এম পোষণ’ করেছে। কিন্তু এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন তাদের কোনও উচ্চবাচ্য ছিল না। দু’বছর পর অবশেষে পড়ুয়া পিছু প্রতিদিনের বরাদ্দ বৃদ্ধি করল মোদি সরকার। কতটা বাড়ল? মাত্র ৭৪ পয়সা! চড়া মূল্যবৃদ্ধির বাজারে স্বয়ং প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে এতদিন বাদে নামমাত্র বরাদ্দ বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে। স্কুলগুলি আশা ছিল, দীর্ঘদিন বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার তা পুষিয়ে দেবে কেন্দ্র। সেই আশায় জল ঢেলে প্রাথমিকে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা করে বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রান্তিক শ্রেণির পড়ুয়াদের পুষ্টি অনেকক্ষেত্রেই মিড ডে মিল নির্ভর। এই টাকায় কচিকাঁচাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে স্কুলগুলির কাছে।
শেষবার এই খাতে বরাদ্দ বেড়েছিল ২০২২ সালের ১ অক্টোবর। তখন প্রাথমিকে দিন পিছু প্রতি পড়ুয়ার জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৫ টাকা ৪৫ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৮ টাকা ১৭ পয়সা। আগামী ১ ডিসেম্বর থেকে তা যথাক্রমে ৬ টাকা ১৯ পয়সা এবং ৯ টাকা ২৯ পয়সা হতে চলেছে। ২০২২ সালে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার যেখানে ৪.১৯ শতাংশ ছিল, এখন তা ১১ শতাংশ ছুঁয়েছে। ফলে এই বরাদ্দ বৃদ্ধি যে কতটা অকিঞ্চিৎকর, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। প্রসঙ্গত, মিড ডে মিলের চাল এবং রাঁধুনির ভাতা কেন্দ্র ও রাজ্য বহন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাঁধুনি ও হেল্পারদের জন্য নিজস্ব কোষাগার থেকে বাড়তি ৫০০ টাকা করে দেয়। সব্জি কেনার টাকা বাঁচাতে বহু স্কুলই কিচেন গার্ডেন করেছিল। কিন্তু একের পর এক দুর্যোগে বহু স্কুলেই সেই বাগান নষ্ট হয়ে গিয়েছে। অনেক স্কুলের পুকুরের মাছ ভেসে গিয়েছে বন্যায়। ফলে এসবের জন্য বাজারের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। শহরের স্কুলগুলির ক্ষেত্রে তো সেই বিকল্পও কখনও ছিল না। উপরন্তু মূল্যবৃদ্ধির বাজারে ডাল, সব্জি, মাছের দাম বেড়েছে লাফিয়ে। কেন্দ্রের আমদানি নীতির জন্য ভোজ্য তেলও এখন মহার্ঘ। গত দু’বছরে ডালের দাম যা বেড়েছে, তাতেই প্রায় মাথাপিছু বরাদ্দ শেষ হয়ে যাওয়ার জোগাড়। কিছু স্কুল পাতে ডিম দেয়, সেটাও আর খুব সস্তা নেই। 
বিজেপি শিক্ষা সেলের প্রাথমিক শাখার নেতা পিন্টু পাড়ুই বলেন, ‘বরাদ্দ আরও বাড়ানো উচিত ছিল। তবে মিড ডে মিলের টাকা অন্য খাতেও ব্যবহার করে রাজ্য সরকার। এটা বন্ধ হওয়া উচিত।’ আনন্দ হাণ্ডা, চন্দন মাইতি, চন্দন গরাইদের মতো শিক্ষক ও প্রধান শিক্ষক সংগঠনের নেতারাও বরাদ্দ বৃদ্ধির পরিমাণ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা