দেশ

নোট বাতিল ফ্লপ, জাল টাকা ৩ গুণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিনি রামমন্দিরের কথা বলেন। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদের অবলুপ্তি বলেন। চন্দ্রযান, স্বচ্ছ ভারত, এমনকী জিএসটিও বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত তিন বছরে ধরে নিজের কৃতিত্ব-তালিকায় যা কখনও আর বলেন না, সেটি হল নোট বাতিল। শেষ কবে তিনি সভা, সমাবেশ, সংসদ, ভোটপ্রচার, মন কি বাতে নোট বাতিলকে নিজের অন্যতম সফল সিদ্ধান্ত হিসেবে দাবি করেছেন, সেটা গবেষণার বিষয়। কেন? কারণ, তাঁর সরকার জানে, এই শো পুরোটাই ফ্লপ। জাল টাকার রমরমা ঠেকাতে মোদি সরকারের ব্যর্থতার চরম নমুনা পাওয়া গিয়েছে লোকসভায় সরকারেরই দেওয়া রিপোর্টে। একটি প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক সংসদে জানিয়েছে, গত তিন বছরে ভারতে উদ্ধার হওয়া জাল টাকার পরিমাণ বেড়েছে তিনগুণ। আর এই রিপোর্ট খোদ রিজার্ভ ব্যাঙ্কের। সবথেকে বিস্ময়কর হল, ৫০০ টাকার নোট তো জাল হচ্ছেই, ২ হাজার টাকার নোটও রয়েছে নকলের তালিকায়। অর্থমন্ত্রকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২১ সালে ৫০০ টাকার জাল নোট ধরা পড়েছিল ৩ লক্ষ ৯৪ হাজার ৫৩০টি। ২০২৩ সালে সেই সংখ্যা হয়েছে ৯ লক্ষাধিক। ২০২৪ সালে সাড়ে ৮ লক্ষেরও বেশি। ২ হাজার টাকার নোট বাজেয়াপ্ত হয়েছিল ২০২১ সালে ৮৭ হাজার ৯৮০টি।  আর ২০২৪ সালে সংখ্যাটা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬০ হাজার। 
২০১৬ সালের ৮ নভেম্বর রাত ৮টার সময় টেলিভিশন সম্প্রচারে এসে প্রধানমন্ত্রী নাটকীয়ভাবে বলেছিলেন, ‘যখন দেশে কোনও সঙ্কট আসে, তখনই কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’ এরপরই ঘোষণা করেন, সেদিন রাত ১২টার পর ৫০০ টাকা এবং হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হল। কেন? প্রধানমন্ত্রী বলেছিলেন, কালো টাকা ‘ধ্বংস’ করার এটাই একমাত্র উপায়। তাহলেই দুর্নীতির গ্রাস থেকে বাঁচবে দেশ। পরদিনই গোটা দেশে নেমে এসেছিল হাহাকার। মোদির আশ্বাস ছিল, ‘৫০ দিন সময়। তার মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’ ৫০ দিন দূরঅস্ত, বছরের পর বছর কেটে গিয়েছে, মধ্যবিত্তের ভাঙা কোমর জোড়া লাগেনি। উল্টে বেড়েছে জাল নোট। এবং কালো টাকা। প্রশ্ন হল, ৫০০ টাকার পাশাপাশি ২ হাজার টাকার নোটও এত জাল হচ্ছে কেন? তাহলে কি বাজার অর্থনীতির আড়ালে সমান্তরাল কালো অর্থনীতি চলছে? কারণ, ২ হাজার টাকার লেনদেন বন্ধ। কারা নিচ্ছে জাল ২ হাজারি নোট? কারা দিচ্ছে? কোথায় যাচ্ছে?
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা