কলকাতা

বাঘ ঢোকা আটকাতে জরুরি ভিত্তিতে ফেন্সিং মেরামতির উদ্যোগ বনদপ্তরের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রাকৃতিক দুর্যোগ সহ একাধিক কারণে সুন্দরবনে জঙ্গলের নাইলন নেটের ফেন্সিং ক্ষতিগ্রস্ত হয়। তারপর মেরামত হয়। কিন্তু সব জায়গায় নেট সারাইয়ের কাজ শেষ হয়নি। তার মধ্যেই শীত চলে আসায় নতুন করে তৎপরতা বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগে। কারণ প্রতিবার এই সময়কালে জঙ্গল থেকে বাঘ লোকালয়ের কাছাকাছি চলে আসে। তাদের আক্রমণ ঠেকাতে জরুরিভিত্তিতে নেট মেরামতির সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ। এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কুলতলি এবং পাথরপ্রতিমার উপর। কারণ এই দু’টি ব্লকের বেশ কয়েকটি গ্রামে গতবার একাধিকবার লোকালয়ের একেবারে কাছাকাছি চলে এসেছিল বাঘ। আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। জানা গিয়েছে, কুলতলির দেউলবাড়ি, ভুবনেশ্বরী, দেবীপুর ও ঈশ্বরীপুর এবং রামগঙ্গা রেঞ্জের অধীনে থাকা পাথরপ্রতিমার উপেন্দ্রনগর, ধূলিভাসানি, শ্রীধামপুর, রাখালপুর প্রকৃতি গ্রামের জঙ্গল বরাবর ফেন্সিংয়ের কাজ হবে। কারণ এই এলাকাগুলি ‘স্পর্শকাতর।’ এর পাশেই রয়েছে আজমলমারি, ধূলিভাসানির জঙ্গল। সেখানে বাঘের অবাধ বিচরণ। নদী টপকে এপারে আসা তাদের কাছে কোনও ব্যাপারই না। সেই জায়গার ফেন্সিং পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে, কিছু অংশে এখনও ছেঁড়া রয়েছে নেট। আবার কিছু জায়গায় বাঁশের খুঁটি দুর্বল হয়ে গিয়েছে। এসব পরিবর্তন করতে হবে। ডিসেম্বরের মধ্যে বিভিন্ন স্পর্শকাতর এলাকা মজবুত নেট দিয়ে ঘিরে দিতে চাইছে বনবিভাগ। দপ্তরের আধিকারিকদের বক্তব্য, কোনও পরিস্থিতিতেই বাঘ যাতে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে না চলে আসতে পারে, সেটা দেখাই এখন মূল লক্ষ্য। 
এমনিতেই সারা বছর কমবেশি ক্ষতিগ্রস্ত নেটের মেরামতির কাজ চলে। কিন্তু গতবার যেভাবে বাঘের লোকালয়ের কাছাকাছি চলে আসার একাধিক ঘটনা ঘটেছিল, তাই এবার কোনও ঝুঁকি নিতে রাজি নয় বনবিভাগের আধিকারিকরা। তাই যে অঞ্চল দিয়ে বাঘ বেরনোর সম্ভাবনা রয়েছে, সেখানেই এবার বাড়তি নজর দিয়েছে বনবিভাগ। -নিজস্ব চিত্র
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা