খেলা

যশস্বী ৪০টি শতরান করবে: ম্যাক্সওয়েল
 

পারথ: অপ্টাস স্টেডিয়ামে দুরন্ত সেঞ্চুরি করে বিশেষজ্ঞদের মন জিতে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। এবার ভারতীয় ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ গ্লেন ম্যাক্সওয়েল। তারকা অজি ক্রিকেটারের মন্তব্য, ‘অসাধারণ ব্যাটসম্যান যশস্বী। মিলিয়ে নেবেন, ওঁর নামের পাশে অন্তত ৪০ টি টেস্ট শতরান লেখা থাকবে।’ ম্যাড ম্যাক্সের ব্যাখ্যা, ‘যে কোনও কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় ওপেনারের। পাশাপাশি, শটের বৈচিত্র্যও দেখার মতো।’ উল্লেখ্য, ১৫ টেস্টে যশস্বীর সংগ্রহ ১৫৬৮ রান। শুধু তাই নয়, চলতি মরশুমে ১২ টেস্টে ১২৮০ রান করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে চারটি শতরানের মালিক বাঁ হাতি ব্যাটার। 
পারথ টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হন যশস্বী। খাতাই খুলতে পারেননি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে অনবদ্য ১৬১ রানের ইনিংস উপহার দেন। ২২ বছর বয়সি ব্যাটারকে টলাতে পারেননি মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্সরা। স্যার ডনের দেশে বরাবরই কঠিন পরীক্ষায় পড়েন ব্যাটসম্যানরা। বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া হয়ে ওঠে রীতিমতো সমস্যার। তবে প্রথম টেস্টে লেটার মার্কস নিয়ে পাস যশস্বী। অজি ক্রিকেটারদের অহংবোধ মারাত্মক। বিশেষ করে অন্য দেশের ক্রিকেটারের প্রশংসায় তাঁরা বেশ কৃপণ। দুরন্ত ব্যাটিংয়ের মতো এক্ষেত্রেও ব্যতিক্রমী হয়ে উঠলেন যশস্বী। ম্যাক্সওয়েল তাঁর প্রশংসা করে বলেন, ‘ও এমন কিছু শট নিয়েছে যা হাইলাইটস প্যাকেজে থাকার মতো। বল যেভাবে ছেড়েছে, যেভাবে ডিফেন্স করেছে তা তারিফযোগ্য। ওর ফুটওয়ার্কও দারুণ। কোনও দুর্বলতা রয়েছে বলে তো মনে হয়নি। স্পিন খেলেছে সহজভাবে। আর লম্বা সময় ধরে চাপ শুষে নিয়ে গড়েছে বড় ইনিংস। পরের টেস্টগুলোতে ওকে থামাতে না পারলে অস্ট্রেলিয়ার কপালে আরও দুঃখ রয়েছে।’
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা