খেলা

ইস্ট বেঙ্গল অনুশীলনে গরহাজির হেক্টর ইউস্তে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ দুরন্ত গতির নর্থইস্ট ইউনাইটেড। পেড্রো বেনালির দলের প্রধান অস্ত্র আলেদাইন। ইতিমধ্যেই ১১টি লক্ষ্যভেদ করে শীর্ষ গোলদাতার দৌড়ে এগিয়ে তিনি। তাই রক্ষণ জমাট করে আক্রমণের পরিকল্পনা কোচ অস্কার ব্রুজোঁর। এমন পরিস্থিতিতে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অনুশীলনে অনুপস্থিত হেক্টর ইউস্তে। আসেননি নন্দকুমারও। প্র্যাকটিস দেখতে আসা ইস্ট বেঙ্গল সমর্থকদের ছোট্ট জটলায় নিমেষেই উদ্বেগের চোরাস্রোত। নিছকই ‘স্ট্র্যাটেজিক্যাল ব্রেক’, নাকি ফের চোট লাগল ইউস্তের? তবে অনুশীলন শেষে লাল-হলুদ কোচ ব্রুজোঁ আশঙ্কায় জল ঢেলে জানালেন, ‘স্রেফ বিশ্রাম দেওয়া হয়েছে হেক্টর ও নন্দকুমারকে। কার্ড সমস্যায় নন্দ পরের ম্যাচে নেই। তবে ইউস্তে ম্যাচ ফিট।’ সূত্রের খবর, কোচের নির্দেশে এদিন হোটেলে তিনি ও নন্দকুমার সাইক্লিংয়ে ব্যস্ত ছিলেন।
গত দু’দিন আক্রমণ ও রক্ষণে বিভিন্ন কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন কোচ ব্রুজোঁ। বিশেষ করে জিকসন সিংকে নিয়ে চরম পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে দিয়ামানতাকোস ও মাধি তালালের সঙ্গে শুরু করতে পারেন বিষ্ণু। তৈরি রাখা হয়েছে সায়নকেও। পাশাপাশি রক্ষণে আনোয়ারের সঙ্গে হেক্টরকে রেখেই প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছেন স্প্যানিশ কোচ। বুধবার প্রথমে ফিটনেস ও পরে সেটপিস অনুশীলন করালেন ব্রুজোঁ। এই পর্বে বেশ সক্রিয় দেখাল তালালকে। মাঠের বিভিন্ন জায়গা থেকে ফ্রি-কিকে লক্ষ্যভেদের প্রস্তুতি সেরে রাখলেন সাউল ক্রেসপোরা। 
এদিকে, ঘরের মাঠে চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি সারলেন জেসন কামিংস, লিস্টন কোলাসোরা। আশিস রাই ছাড়া সকলেই বল পায়ে গা ঘামালেন। এদিনের ঘণ্টা দুইয়ের অনুশীলনে সিচুয়েশন প্র্যাকটিসেই জোর দিয়েছিলেন কোচ মোলিনা। ফিট হয়ে দলে ফেরা গ্রেগ স্টুয়ার্টকে রেখেই ছক সাজালেন স্প্যানিশ কোচ। দক্ষিণী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দলে বিশেষ পরিবর্তন আনতে নারাজ তিনি।     
 
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সুগার ও প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। কাজকর্মে কমবেশি উন্নতি ও অর্থ উপার্জন হবে। মানসিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৩২ টাকা১০৮.০৪ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা