বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ট্রাম্পের শপথের আগে ভারতীয় পড়ুয়াদের ফেরার নির্দেশ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির

নয়াদিল্লি: আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই ভারতীয় সহ অন্যান্য বিদেশি পড়ুয়াদের দেশে ফেরার বার্তা পাঠাল সেদেশের একাধিক বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (এমআইটি)-র মতো বিখ্যাত প্রতিষ্ঠানও। ইতিমধ্যে ভারতীয় পড়ুয়াদের যাবতীয় নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। বর্তমানে শীতের ছুটি থাকায় অধিকাংশ বিদেশি পড়ুয়া নিজেদের দেশে ফিরে গিয়েছেন। এবার নির্দিষ্ট সময়ের আগেই তাঁদের ফিরতে বলা হল। আর তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ট্রাম্প প্রশাসনে অভিবাসন নীতি আরও কঠোর হতে পারে বলে অনেকের আশঙ্কা।
নির্বাচনী প্রচারে বারবার অনুপ্রবেশ বন্ধের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। সেক্ষেত্রে বিপাকে পড়বেন সেদেশে বেআইনিভাবে বসবাসকারী পড়ুয়ারা। ২০১৭ সালে মুসলিম অধ্যুষিত সাতটি দেশের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার কোন পথে হাঁটবে ট্রাম্প প্রশাসন? নজর রাখছে আন্তর্জাতিক মহল।
তবে কোনও ঝুঁকি নিতে রাজি নয় মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। এমআইটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে ২০ জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক পড়ুয়া ও কর্মীদের ক্যাম্পাসে ফিরতে বলেছে। এমআইটির ডিন ডেভিড এলওয়েলের কথায়, ‘প্রতি নির্বাচনের পর নীতি, আইন সহ একাধিক ক্ষেত্রে বদল আসতে পারে। সেক্ষেত্রে অভিবাসন, ভিসা ও উচ্চশিক্ষা প্রভাবিত হতে পারে।’ অন্যদিকে, ১৯ জানুয়ারি থেকে বিদেশি পড়ুয়াদের সশরীরে হাজির থাকার কথা জানিয়েছে ওয়েসলেয়ান কলেজ। কর্তৃপক্ষ জানিয়েছে, এক্ষেত্রে বিদেশি পড়ুয়াদের ফিরে আসতে কোনও সমস্যা হবে না। চলতি মাসের শুরুতেই বিদেশি পড়ুয়া ও গবেষকদের নিয়ে ওয়েবিনারের আয়োজন করেছিল ইয়েল বিশ্ববিদ্যালয়। অভিবাসন নিয়ে পড়ুয়াদের সমস্যা সমাধানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।
আমেরিকায় পাঠরত বিদেশি পড়ুয়াদের মধ্যে একটা বড় অংশই ভারতীয়। ‘ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জে’-র ২০২৪ সালের সমীক্ষা জানাচ্ছে, বর্তমানে সংখ্যাটা ৩ লক্ষ ৩১ হাজার ৬০২। যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্প ক্ষমতায় আসার পর ভিসা ও পাসপোর্ট অফিসগুলিতে বেশকিছু রদবদল করা হতে পারে। সেক্ষেত্রে বৈধ নথি থাকলেও কাজে বিলম্ব ঘটতে পারে। বিশেষ করে ভিসা রিনিউয়ের ক্ষেত্রে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা