বিদেশ

এফবিআই ডিরেক্টর হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ‘ক্যাশ’

নয়াদিল্লি: প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও একজন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টরের দায়িত্ব পেলেন কাশ্যপ প্যাটেল। মার্কিন মুলুকে অবশ্য তিনি ‘ক্যাশ’ নামেই পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ট্রাম্প-ঘনিষ্ঠ। ট্রাম্পের প্রথম ইনিংসে সাফল্যের সঙ্গে একাধিক দায়িত্ব সামলেছেন পেন্টাগনের এই ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস পাকা হতেই ফের নিজের বিশ্বস্ত যোদ্ধাকে দলে টেনে নিলেন রিপাবলিকান নেতা। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কাশ্যপের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট। ট্রাম্পের বার্তা, ‘ক্যাশ একজন দক্ষ আইনজীবী এবং তদন্তকারী। দুর্নীতি ফাঁস, ন্যায়বিচার থেকে শুরু করে দেশবাসীর সুরক্ষা। সবসময় আমেরিকাকে প্রাধান্য দিয়েছেন তিনি।’ সূত্রের খবর, বর্তমান এফবিআই ডিরেক্টর ক্রিস্টফার রে’র কাজে সন্তুষ্ট নন হবু মার্কিন প্রেসিডেন্ট। দেশের গোয়েন্দা ব্যবস্থাকে আরও উন্নত করতে তাই আস্থাভাজন কাশ্যপকেই বেছে নিলেন ট্রাম্প। 
ক্যাশের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে গুজরাতি পরিবারে তাঁর জন্ম। সাতের দশকে উগান্ডা থেকে পালিয়ে এসেছিলেন কাশ্যপের বাবা। রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কাশ্যপ। পরে আইনের ডিগ্রি অর্জন করে ফিরে আসেন নিউ ইয়র্কে। কর্মজীবন শুরু করেন আইনজীবী হিসেবে। ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা সচিব ক্রিস্টফার মিলারের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত আমলা। একইসঙ্গে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সন্ত্রাস দমন সংক্রান্ত সিনিয়র ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। সেই সময় বহু আইএস ও আল কায়েদা নেতাকে নিকেশের নীল নকশা প্রস্তুত করেছিলেন তিনি। তালিকায় রয়েছে আল-বাগদাদি, কাসিম আল রাইমির মতো জঙ্গিনেতা। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনে আইনজীবী হিসেবে যোগ দেন কাশ্যপ। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা