বিদেশ

হিন্দুদের সুরক্ষার ভার নিতে হবে, ইউনুস সরকারের উপর চাপ বাড়ালেন জয়শঙ্কর

নয়াদিল্লি ও কলকাতা: ধর্মীয় সংখ্যালঘু সহ বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার ভার মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারকেই নিতে হবে। পদ্মাপারের দেশে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার লোকসভায় একটি প্রশ্নের উত্তরে তিনি জানান, শেখ হাসিনার পদত্যাগের পর চলতি বছরের আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের উপর একাধিক হামলার রিপোর্ট ভারত সরকার পেয়েছে। দুর্গাপুজোর সময়ও একাধিক মন্দির ও মণ্ডপে হামলার অভিযোগের রিপোর্টও ভারতের কাছে এসেছে বলে এদিন জানান বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত সরকার এই ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ও বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। জয়শঙ্কর আরও জানান, বাংলাদেশের চলতি পরিস্থিতির উপর ঢাকার ভারতীয় হাই কমিশন নজর রাখছে।’ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তথা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রসঙ্গেও এদিন ঢাকাকে কড়া বার্তা দিয়েছে ভারত। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তারের পর যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হয়। চিন্ময়কৃষ্ণের সমস্ত আইনি অধিকার সুনিশ্চিত করতে হবে। এরইমধ্যে এদিনও চট্টগ্রাম ও কিশোরগঞ্জে মন্দির ভাঙার খবর মিলেছে। পাশাপাশি জেলবন্দি চিন্ময়কৃষ্ণকে প্রসাদ দিতে গিয়েছিলেন তাঁর দুই সঙ্গী। তাঁদের হঠাত্ কোনও ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ উঠেছে। 
পাশাপাশি এদিনই চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে নতুন পদক্ষেপের পথে হেঁটেছে তত্ত্বাবধায়ক সরকার। চিন্ময়কৃষ্ণ সহ ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য ফ্রিজ করে দিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিন জয়শঙ্কর বিবৃতি দেওয়ার আগেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। জয়সওয়াল এদিনও বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। তিনি জানান, প্রতিবেশী দেশে যেভাবে হিন্দুদের উপর হিংসার ঘটনা বাড়ছে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে মৌলবাদী ভাবধারা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তার সঙ্গে বাড়ছে হিংসা ও উস্কানির ঘটনাও। এগুলিকে শুধু মিডিয়ার অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া যায় না। এদিকে, চট্টগ্রাম মহানগর আদালতের কাছে আইনজীবীকে খুনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। সব মিলিয়ে এই ঘটনায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হল। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দু’দিন ধরে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সারা বিশ্বে যেকোনও জায়গায় হিন্দুরা আক্রান্ত হলে ভারতের দরজা খোলা। বাংলাদেশে হিন্দুদের সম্মানের সঙ্গে থাকার অধিকার আছে। ওই দেশের ঘটনার প্রতিবাদে আমাদের বিক্ষোভ চলবে। ওদেশের সঙ্গে বাণিজ্য হবে কি না, প্রশ্নের জবাবে দিলীপ বলেন, এটা সরকারের পলিসি। আমরা পশ্চিমবঙ্গের লোক ছেড়ে দেব না। সরকারের উপর চাপ দেব। অন্যদিকে, পাল্টা ভারতকে কড়া বার্তা দেওয়ার পথে হেঁটেছে বাংলাদেশও। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ ও ইউনুসের কুশপুতুল পোড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের বিদেশ মন্ত্রক। ভারতের মন্তব্যকে ‘অযাচিত’ বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা