বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

এবারও বাংলার সরকারকে কম দামে গম বিক্রি করবে না কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোলাবাজারে আটা-ময়দা বিক্রির জন্য কেন্দ্রীয় সরকার  মজুত ভাণ্ডার থেকে ২৫ লক্ষ টন গম কম দামে মিল মালিকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এবারও পশ্চিমবঙ্গ সহ কোনও রাজ্য সরকারকেই এই ব্যবস্থার মাধ্যমে গম বিক্রি করা হবে না। পশ্চিমবঙ্গের জন্য এই গম পাওয়া আরও বেশি প্রয়োজন ছিল। কারণ, রাজ্য সরকার তাদের নিজস্ব খাদ্য সুরক্ষা প্রকল্পে সম্পূর্ণ নিজেদের খরচে প্রায় ৩ কোটি রেশন গ্রাহককে বিনা পয়সায় খাদ্য সরবরাহ করে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কম দামে গম বিক্রি না করার ফলে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতাধীন রেশন গ্রাহকরা গত প্রায় ২ বছর ধরে গম বা আটা পাচ্ছেন না। গম কিনতে চেয়ে রাজ্য খাদ্যদপ্তর একাধিকবার চিঠি দিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে। তাতেও কোনও কাজ হয়নি। এবছরও সেটাই হচ্ছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য রাজ্য প্রকল্পের রেশন গ্রাহকরা গম-আটা চাইলেও পাচ্ছেন না। কিন্তু তাঁরা রেশন দোকানে এসে দেখছেন, জাতীয় প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা তা পেয়ে যাচ্ছেন। এতে তাঁদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তার প্রভাব পড়ছে রেশন ডিলারদের উপর।
বেসরকারি ময়দা কল মালিকরা কেন্দ্রের কাছ থেকে কম দামে গম কিনে খোলাবাজারে বেশি দামে আটা- ময়দা বিক্রি করে ফায়দা লুটলেও রেশন গ্রাহকদের একটা বড় অংশ এভাবে বঞ্চিত হচ্ছে। গমের বদলে রাজ্য সরকার ওই গ্রাহকদের শুধু চাল দিতে বাধ্য হচ্ছে। খোলাবাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এভাবে গম বিক্রি করা হয় বলে কেন্দ্রীয় সরকার যুক্তি দিয়ে থাকে। যদিও বাস্তব হল, কেন্দ্রের কাছ থেকে কম দামে গম নিয়ে ব্যবসায়ী ও মিল মালিকরা আটা-ময়দা উৎপাদন করে তা চড়া দামে বিক্রি করলেও কোনও সরকারি নিয়ন্ত্রণ নেই। অন্যান্য খাদ্যসামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে আটা-ময়দার দামও বেড়ে চলেছে। খোলাবাজারে সাধারণ মানের আটা কেজি প্রতি ৪০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। 
কেন্দ্রীয় সরকার ই-অকশনের মাধ্যমে বেসরকারি মিল মালিকদের কাছে গম বিক্রি করবে। রিজার্ভ প্রাইস রাখা হয়েছে কুইন্টাল প্রতি ২৩০০ থেকে ২৩২৫ টাকা। পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিক্রি না করা হলেও এরাজ্যে ই-অকশনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই।  বিভিন্ন জেলার ৫টি ডিপো থেকে মোট ৭ হাজার টন গম প্রথম পর্যায়ে বিক্রি হবে। পরিবহণ সহ অন্যান্য খরচ ধরে প্রতি কুইন্টালের দাম পড়বে ২৫০০ টাকার কিছু বেশি।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা