দেশ

বফর্স কেলেঙ্কারি: মার্কিন গোয়েন্দার থেকে নথি পেতে তৎপর সিবিআই

নয়াদিল্লি: মার্কিন বেসরকারি গোয়েন্দা মাইকেল হার্সম্যানের থেকে বফর্স কেলেঙ্কারি সংক্রান্ত তথ্য পেতে তৎপর হল সিবিআই। সরকারিভাবে ওই নথি হাতে পেতে খুব শীঘ্রই আমেরিকাকে অনুরোধ করা হবে।জানা গিয়েছে, মাইকেলের কাছে এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তদন্তে সাহায্যের জন্য সেগুলি সিবিআইকে তুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। তারপরই বিশেষ আদালতকে বিষয়টি জানায় কেন্দ্রীয় এজেন্সি। 
আটের দশকে ব্যাপক সাড়া জাগিয়েছিল এই মামলা। সুইডিশ সংস্থা থেকে কামান কেনার জন্য ৬৪ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে তৎকালীন রাজীব গান্ধী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। বফর্স ইস্যুকে সামনে রেখেই ১৯৮৯ সালের লোকসভা ভোটে ক্ষমতায় আসে বিরোধীারা। অবশ্য বফর্স কামান কেনা নিয়ে কোনও কেলেঙ্কারির প্রমাণ দিতে পারেনি সিবিআই। এই মামলা ২০১১ সালে বন্ধও করে দেওয়া হয়। কার্গিল যুদ্ধের সময় এই বফর্স কামানে ভরসা রেখেই যুদ্ধ জয় করতে পেরেছিল ভারতীয় বাহিনী।
এতদিন পরে আবার সেই কেলেঙ্কারি নিয়ে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, এই ধরনের নথি পাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম বেশ জটিল। প্রথমে প্রক্রিয়া শুরুর জন্য লেটার্স রোগাটোরি (এলআর) ইস্যু করতে হয়। চলতি বছরের অক্টোবর মাসেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কাজ সম্পন্ন হতে ৯০ দিন মতো সময় লাগে। তারপরই তা আমেরিকায় পাঠানো হবে। এলআর হল একটি লিখিত আবেদন, যা এক দেশের আদালত তদন্তের সহযোগিতার আর্জি জানিয়ে অন্য একটি দেশের আদালতকে পাঠায়। এক্ষেত্রে মাইকেলের থেকে ওই নথি পেতে এই পদ্ধতি গ্রহণ করেছে সিবিআই। 
প্রসঙ্গত, ফায়ারফক্স গোষ্ঠীর প্রধান মাইকেল। ২০১৭ সালে বেসরকারি গোয়েন্দাদের একটি সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন। সেইসময় একাধিক সাক্ষাৎকার, অনুষ্ঠানে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তিনি। মাইকেলের দাবি, কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার বোফর্স কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তকে বিপথে চালিত করেছিল। সেইসঙ্গে প্রকৃত তথ্য তিনি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সি ফের এই মামলা শুরুর ইঙ্গিত দেয়। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা