কলকাতা

ধৃত বাংলাদেশির হারানো ফোনেই লুকিয়ে চরবৃত্তির রহস্য, অনুমান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মারকুইস স্ট্রিটের হোটেল থেকে বাংলাদেশি গ্রেপ্তার হলেও ওই হোটেল ঘর থেকে আশ্চর্যজনকভাবে গায়েব ধৃতের মোবাইল ফোন। কোথায় গেল সেটি? সেখানেই কি লুকিয়ে ভুয়ো পাসপোর্টে এদেশে গা ঢাকা দেওয়ার রহস্য? সেই মোবাইল ফোনের সূত্র ধরেই চরবৃত্তির রহস্যকে ফাঁস করতে চায় কলকাতা পুলিস। সেই মর্মে বেআইনি অনুপ্রবেশকারী সেলিম মাতব্বরের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করছে পার্ক স্ট্রিট থানার পুলিস। সেটির খোঁজ মিললেই বাংলাদেশি সংক্রান্ত রহস্যের জট কাটবে বলে আশাবাদী তদন্তকারীরা। 
জেরায় সেলিমের মোবাইল ফোনের নম্বর জানতে পেরেছেন তদন্তকারীরা। মারকুইস স্ট্রিটের হোটেলের রেজিস্টারের সঙ্গেও সেই নম্বর মিলিয়ে দেখেছেন তাঁরা। ইতিমধ্যেই সেই মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ডস খতিয়ে দেখছে পুলিস। সূত্রের খবর, ইদানীং বেশ কয়েকটি নম্বর থেকে ঘন ঘন তার কাছে ফোন এসেছে। জেরায় পুলিস জেনেছে, তাদের মধ্যে একটি নম্বর মনোজ শর্মার। এই ব্যক্তি মারকুইস স্ট্রিটের ওই হোটেলে  সেলিমের সঙ্গে ছিল। কোনও অপরাধমূলক কাণ্ড ঘটানোর লক্ষ্যেই তারা কোনও প্ল্যান করছিল বলে অনুমান পুলিসের। এব্যাপারে কার্যত নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দারাও। তদন্তকারীদের অনুমান, সেই হারানো ফোনেই রয়েছে একাধিক বাংলাদেশি ‘হ্যান্ড’ এর তথ্য। আন্তর্জাতিক কোন‌ও চক্রের সঙ্গে যুক্ত সে। সেকারণেই গ্রেপ্তারি আন্দাজ করতে পেরে মোবাইল ফোনটিকেই গায়েব করে দিয়েছে সে। ইচ্ছাকৃতভাবেই গোপন তথ্য পুলিসের নাগাল এড়াতে মোবাইল ফোনটি মনোজ শর্মা নামে ওই ব্যক্তির মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারীরা অফিসারদের। সেই উদ্দেশে রবিবার মারকুইস স্ট্রিটের ওই হোটেলে ফের যায় পার্ক স্ট্রিট থানার পুলিস। সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তবে ঘটনাস্থল থেকে ফোনটি মেলেনি। 
অন্যদিকে, এই ঘটনার তদন্তে সেলিমের এদেশে আসা যাবতীয় তথ্য সংগ্রহ করছে পুলিস। এই মর্মে রাজ্য পুলিসের থেকে একাধিক তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। নদীয়া সীমান্ত দিয়ে অভিষেক নামে এক দালালের সাহায্যে এদেশে রবি শর্মা নামে সে অনুপ্রবেশ করে। কে এই অভিষেক? তদন্তকারীদের আতসকাচের তলায় এই অভিষেকের ভূমিকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একাধিকবার নদীয়াতে জাল পাসপোর্ট সহ ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে অভিষেকের। ১৫ জন বাংলাদেশিকে এদেশে প্রবেশ করানো থেকে শুরু করে শেল্টার দেওয়া, তাদের জাল নথি তৈরি করে দেওয়াই ছিল তার কাজ।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা