কলকাতা

‘ভারতীয় হিন্দু’ জেনে ঢাকার রাস্তায় মারধর,  প্রাণ হাতে বেলঘরিয়ায় ফিরলেন যুবক

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘ভারতীয় হিন্দু? তাহলে এদেশে কেন?’ তারপরেই শুরু মার! ঢাকার প্রকাশ্য রাস্তায় বেলঘরিয়ার যুবকের উপর চলল অকথ্য অত্যাচার। এমনকী তাঁর মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে দুষ্কৃতীরা। যুবকের মুখে ছুরি চালানোর পাশাপাশি মাথায় পাথর দিয়ে থেঁতলে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ তো দূরের কথা, পথচারী থেকে স্থানীয় লোকজন গোটা ঘটনা কার্যত তারিয়ে তারিয়ে উপভোগ করে। বেলঘরিয়ার ওই যুবকের বন্ধু বাঁচাতে এলে তাঁকেও ব্যাপক মারধর করা হয়। ঢাকার পুলিস, সেনাবাহিনী, ইমিগ্রেশন দপ্তর—কেউই এ সংক্রান্ত অভিযোগ নেয়নি। খুনের হুমকির মুখে দাঁড়িয়ে শনিবার ভোররাতে প্রায় লুকিয়ে বাংলাদেশ ছাড়েন যুবক। ভারতে ঢুকে তিনি ইমিগ্রেশন, কাস্টমস, বিএসএফ থেকে শুরু করে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ, সোমবার তিনি বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
জানা গিয়েছে, বেলঘরিয়ার ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয়নগর সোনার বাংলা এলাকার বাসিন্দা সায়ন ঘোষ। বছর একুশের ওই যুবক বাবার ব্যবসা দেখভাল করেন। ঢাকার জুরেন বাগানবাড়ি এলাকায় তাঁদের এক পারিবারিক বন্ধুর বাড়ি। গত ২৩ নভেম্বর তিনি সেখানে গিয়েছিলেন। ২৭ তারিখ সকালে তাঁর ফেরার কথা ছিল। ২৬ তারিখ রাত ৮টা নাগাদ দুই বন্ধু এলাকার স্থানীয় হোটেলে খাওয়াদাওয়া করতে বেরিয়েছিলেন। সেই সময় বাগানবাড়ি এলাকার পাঁচ-ছ’জন মৌলবাদী দুষ্কৃতী তাঁদের পথ আটকে পরিচয় জানতে চায়। নাম ও পরিচয় শুনেই তারা চিৎকার শুরু করে। শুরু হয় গালিগালাজ। সায়নের মোবাইল ও টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বাধা দিতেই শুরু হয় বেধড়ক মার। মুখে চাকু চালানোর পাশাপাশি পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা  হয়। তাঁর পকেটে থাকা প্রায় ১২ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। তাঁর বন্ধুর ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সায়ন বলেন, ‘ওই ঘটনার পর দু’টি নার্সিংহোমে গিয়েও চিকিৎসা মেলেনি। ঢাকা হাসপাতালে পয়সা দিয়ে চিকিৎসা করাই। মাথায় চারটে ও মুখে দু’টি সেলাই পড়েছে। ওই রাতে বাংলাদেশ পুলিসের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানালেও লাভ হয়নি। উল্টে জানতে চাওয়া হয়, কেন আমি বাংলাদেশে এসেছি। পরদিন স্থানীয় থানায় যাই। তারা অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়। এখানেই শেষ নয়। এরপর জামাত ও বিএনপির নেতারা আমার বন্ধুর বাড়িতে গিয়ে অভিযোগ না করার হুমকি দেয়। সারাদিন বাড়ির বাইরে টহল দেয় তাদের লোক। শেষ পর্যন্ত ৩০ তারিখ ভোররাতে আমার বন্ধু লুকিয়ে আমাকে ঢাকা স্টেশনে পৌঁছে দেয়। আমি গেদে হয়ে ভারতে ঢুকি। সীমান্তে বাংলাদেশ কর্তৃপক্ষকে সব জানালেও তারা অভিযোগ নেয়নি। তাড়াহুড়ো করে কোনওরকমে আমাকে ভারতে ঢুকিয়ে দেয়।’ 
সায়ন আরও জানান, ইতিমধ্যে ভারতীয় বিদেশ দপ্তর তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। সেখানেও তিনি ঘটনার সমস্ত তথ্য প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ, তা বলতে গিয়ে সায়ন জানান, ঢাকার বিভিন্ন জায়গায় ভারত ও ইজরায়েলের জাতীয় পতাকা মাটিতে এঁকে তাঁর উপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। সংখ্যালঘুরা সবসময় ভয়ে আছে। প্রতিনিয়ত হামলা চলছে। আমি বন্ধুর পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত।’ 
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা