কলকাতা

আগাছায় ভরেছে উদ্যান, ৪০ পার্কের হাল ফেরাতে উদ্যোগী হাওড়া পুরসভা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরে খেলার জায়গা নেই-এই বলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে অনুযোগ করেছিল শিশুরা। খেলার জায়গার অভাবের কথা শুনে মেয়র দুঃখিত হয়েছিলেন। ঠিক উল্টো চিত্র কলকাতার পড়শি শহর হাওড়ার। সেখানে পার্ক আছে। তাতে শিশুদের খেলার দোলনা ইত্যাদি খেলনাও আছে। কিন্তু বাচ্চারা খেলতে পারে না। কারণ হাওড়া পুরসভা রক্ষণাবেক্ষণে মন দেয় না বলে আগাছায় ঢেকেছে অধিকাংশ পার্ক। বাচ্চারা খেলবে কোথায়? ফলে সুযোগ থাকলেও তাদের খেলাধুলোর উপায় নেই।
অভিযোগ, হাওড়ায় বর্ষার পর উদ্যান পরিষ্কারের কাজ হয়নি। ফলে প্রবীণদের মর্নিং ওয়াকের রাস্তা থেকে শিশুদের খেলার জায়গা, সবই ঢেকে আগাছায়। শহরের একাধিক ওয়ার্ডে থাকা ছোট পার্কগুলি বর্তমানে ব্যবহারের প্রায় অনুপযুক্ত। তবে জানা গিয়েছে, শীতের মরশুমে এমন ৪০টি পার্কের হাল ফেরাতে উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা। তাদের বক্তব্য, ডিসেম্বরেই ঝাঁ চকচকে করে তোলা হবে উদ্যানগুলি। 
৪২ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ ঘোষ লেনের নিবেদিতা উদ্যান। এলাকার বাসিন্দারা যাতে সেখানে হাঁটাচলা করতে পারেন, বিশেষ করে শিশুদের খেলাধুলোর জন্য ২০১৭ সালে পার্কটির উদ্বোধন হয়। বসে আধুনিক মানের ফাউন্টেন। কিন্তু এবার বর্ষার পর ঠিকমতো আগাছা পরিষ্কার হয়নি বলে অভিযোগ। আর বাস্তবিকই পার্কে ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না মানুষ। অচল হয়ে পড়ে রয়েছে ফাউন্টেনটিও। শিশুদের খেলার দোলনা কিংবা স্লাইডগুলোর অবস্থাও রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে। একই অবস্থা ৪৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার নিবেদিতা পার্ক, কাশীপুরের বনলতা পার্ক, দক্ষিণ হাওড়ার রবীন্দ্র-নজরুল পার্ক কিংবা বকুলতলা পার্কটির। শীতকালে অনেকে এসব জায়গায় ছোটখাট পিকনিকের আয়োজন করে। এখন সব বন্ধ। অবিলম্বে উদ্যানগুলি সাফ সুতরো করার দাবি তুলেছেন স্থানীয়রা। ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রত্না সরকার বলেন, ‘পার্কগুলি ঝোপঝাড়ে ভরে গিয়েছে। বিষাক্ত পোকামাকড়ের ভয় লাগে রীতিমতো। শীতকালে যাতে বাচ্চারা খেলাধুলো করতে পারে, সেজন্য আগাছা পরিষ্কার তো খুবই প্রয়োজন।’ হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্ষার পর আগাছা পরিষ্কারের কাজ ঠিকমতো না হওয়ায় পার্কগুলি ব্যবহারের প্রায় অনুপযুক্ত। তাই ডিসেম্বরের মধ্যেই শহরের ৪০টি উদ্যানে হবে সাফাই অভিযান। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘যে পার্কগুলিতে শিশুদের দোলনা খারাপ হয়ে পড়ে রয়েছে পুরসভা সেগুলি সারিয়ে দেবে। শীতকালে শহরের বাসিন্দারা নিজেদের এলাকায় থাকা পার্কগুলি যাতে পুরোপুরি ব্যবহার করতে পারেন, সে জন্য সাফাইয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’  নিজস্ব চিত্র
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা