কলকাতা

পৈলানের মৎস্য পরীক্ষাগারের যন্ত্র সরল পূর্ব মেদিনীপুরে, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলায় মাছের পরীক্ষার জন্য অন্যতম বড় ল্যাবরেটরি রয়েছে পৈলানে। মাছ চাষে সমস্যা বা মাছের কোনও রোগ হলে চাষিরা যেতে পারতেন সেখানে। কিন্তু বর্তমানে সেটি একপ্রকার ধুঁকছে। শুধু তাই নয়, ল্যাবরেটরির একাধিক যন্ত্র পূর্ব মেদিনীপুরে স্থানান্তর করে দেওয়া হয়েছে। এই নিয়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেধেছে। কারণ এবার কিছু হলে তাঁদের পাশের জেলায় ছুটতে হবে। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মৎস্যচাষীরা। যদিও জেলা প্রশাসনের আশ্বাস, এই ল্যাবরেটরিতে যন্ত্র ফিরিয়ে আনা হবে দ্রুত।
২০০৯ সালে পৈলানে ল্যাবরেটরি চালু করা হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে সেটির হাল খারাপ। জানা গিয়েছে, এখন সেভাবে মৎস্যজীবীরা এখানে পরীক্ষা করানোর জন্য নমুনা নিয়ে আসেন না। রয়েছে কর্মী সঙ্কটও। যার জন্য কাজকর্ম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। সেখানে গিয়ে দেখা গেল, চারদিক ধুলোয় ঢেকেছে। অযত্নে পড়ে আছে সব কিছু। অফিস ঘর আছে, কিন্তু আধিকারিকদের সবদিন পাওয়া যায় না। তবে কেন হঠাৎ দক্ষিণ ২৪ পরগনার মতো একটি মৎস্য উৎপাদক জেলা থেকে মাছের ল্যাবরেটরির সরঞ্জাম সরানো হল সেটাই বড় প্রশ্ন। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বলেন, চিন্তার কোনও কারণ নেই। এই ল্যাবরেটরিতে কাজের কিছু সমস্যা হচ্ছিল। তাছাড়া ঘরগুলি সংস্কার করা প্রয়োজন রয়েছে। নতুন কর্মী নিয়োগ হবে এখানে। সেসব হয়ে গেলে আবারও মেশিনপত্র এখানে ফিরিয়ে 
আনা হবে।  নিজস্ব চিত্র 
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা