কলকাতা

দেউলটির পিকনিক স্পটে তৈরি হচ্ছে পার্কিং  লট, অবশেষে দুশ্চিন্তা কাটল পর্যটক মহলের

সংবাদদাতা, উলুবেড়িয়া: দেউলটির সামতাবেড় গ্রামের গোবিন্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরেই রূপনারায়ণ। শীতের মরশুম এলে স্রোতস্বিনীর তীরে জমে ওঠে পিকনিক। বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে আসেন পর্যটকরা। তবে সমস্যা একটাই, গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট কোনও জায়গা নেই। ফলে গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয় পিকনিক পার্টিদের। এই সমস্যার সমাধানে এবার গোবিন্দপুর পিকনিক স্পটের কাছে পার্কিং তৈরির উদ্যোগ নিয়েছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। সূত্রের খবর, পঞ্চম রাজ্য অর্থ কমিশনের (টায়েড) টাকায় এই কাজ করা হচ্ছে। এর জন্য ব্যয় হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পার্কিংয়ের জায়গার ওই এলাকায় সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে একটি ছোট জলাশয়। তার পাশেই পর্যটকদের বসার জায়গা করা হচ্ছে।
দেউলটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৯২৩ সালে দেউলটির গোবিন্দপুরে দিদির বাড়িতে বেড়াতে এসে জায়গাটি পছন্দ হয়েছিল শরৎচন্দ্রের। তারপর এই সামতাবেড়েই জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন তিনি। গ্রামের এই বাড়িতেই জীবনের শেষ ১২ বছর কাটিয়েছিলেন কথাশিল্পী। রূপনারায়ণকে সাক্ষী রেখেই এই বাড়িতে বসে তিনি লিখেছেন একাধিক কালজয়ী উপন্যাস। এই বাড়ির টানেই সারা বছর এখানে ভিড় লেগে থাকে পর্যটকদের। কথাশিল্পীর বাড়ি ছাড়াও পাশ দিয়ে বয়ে চলা রূপনারায়ণ এখানে আকর্ষণের অন্যতম কারণ। শীতকাল এলেই নদের পাড়ে বসে যায় পিকনিকের আসর। পর্যটকদের সুবিধার্থে স্থানীয় গ্রাম পঞ্চায়েত রূপনারায়ণের পাড়ে যাওয়ার রাস্তা থেকে বসার জায়গা, আলো, পানীয় জল, সুলভ শৌচালয়ের ব্যবস্থা করলেও এতদিন গাড়ি পার্কিংয়ের কোনও সুযোগ ছিল না। এবার সেই ব্যবস্থাও করা হচ্ছে।
গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি হওয়ায় খুশি পর্যটকরা। তাঁদের মতে, এবার সামতাবেড়ে গেলে গাড়ি রাখা নিয়ে আর চিন্তা করতে হবে না। গোবিন্দপুর পিকনিক স্পটকে আরও সুন্দর করে সাজাতে সুদৃশ্য আলো লাগানোর দাবি জানিয়েছেন পর্যটকরা। এ প্রসঙ্গে আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, কথাশিল্পীর বাড়িকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। জায়গাটির সামগ্রিক উন্নয়নের জন্য আমরা পর্যটন মন্ত্রীর কাছে আবেদন করেছি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত পার্ক তৈরি করেছে।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা