খেলা

হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হতে চলেছে। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি’র সঙ্গে আইসিসি’র প্রধান জয় শাহর ভার্চুয়াল মিটিং হয় ব্রিসবেন থেকে। তাতেই হাইব্রিড মডেলে শিলমোহর পড়ে। ঠিক হয়েছে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। রোহিতরা যদি সেমি-ফাইনালে ওঠেন, তবে সেই ম্যাচও হবে দুবাইয়ে। একইভাবে টিম ইন্ডিয়া ফাইনালে জায়গা করে নিলে খেতাব নির্ধারণের ম্যাচও হবে সংযুক্ত আরব আমিরশাহিতেই। তবে ভারত সেমি-ফাইনাল ও ফাইনালে না উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউটের কোনও ম্যাচ দুবাইয়ে হবে না। তখন লাহোরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। অর্থাৎ, ভারত ফাইনালে উঠলে একটি সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন থেকে বঞ্চিত হবে পাকিস্তান।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতরা যেহেতু পাকিস্তানে যাচ্ছেন না, সেহেতু আগামী দিনে ভারতেও আসবে না পাকিস্তান। ভবিষ্যতে আইসিসি’র যে ইভেন্টগুলি ভারতে হবে, তা হাইব্রিড মডেলে করার ব্যাপারে অনড় পিসিবি। ঠিক হয়েছে, ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে আপাতত শুধু নিরপেক্ষ দেশেই। পরের বছর ভারতে বসছে মহিলাদের একদিনের বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতায় খেলতে ভারতে আসবে না পাক দল। তারা নিজেদের গ্রুপের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় যুগ্মভাবে হওয়ার কথা পুরুষদের টি-২০ বিশ্বকাপ। তখন পাকিস্তান গ্রুপের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে কলম্বোয়। তাছাড়া, ২০২৭ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে পাকিস্তানে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা