খেলা

মুম্বই ম্যাচের আগে চোটে জেরবার মহমেডান স্পোর্টিং

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহমেডান স্পোর্টিংয়ের। আইএসএলের মাঝপথে ইস্ট বেঙ্গলের মতোই চোটে জেরবার চেরনিশভ ব্রিগেড। রবিবার মুম্বই সিটির বিরুদ্ধে নামার আগে দল সাজাতেই হিমশিম খাচ্ছেন রুশ কোচ। স্টপার আদজা আর গৌরব বোরা আগেই ছিটকে গিয়েছেন। স্ট্রাইকার মানজোকিও অনিশ্চিত। আগের ম্যাচে পাঁজরে চোট পান তিনি। মিডফিল্ডার কাসিমভ খোঁড়াচ্ছেন। কিছুটা জোর করেই হয়তো মাঠে নামানো হবে উজবেক ফুটবলারকে। হেভিওয়েট ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়ে নিজের দল নিয়ে বেশি চিন্তায় সাদা-কালো টিম ম্যানেজমেন্ট। চেরনিশভের মন্তব্য, ‘হাল ছাড়ছি না। ফুটবলাররা লড়াই করবে।’ ফরাসি স্টপার ফ্লোরেন্টের সঙ্গে ইরশাদ, জুডিকাদের নিয়েই রক্ষণ সামলানোর চেষ্টায় চেরনিশভ। তাঁর চেয়ারও বেশ নড়বড়ে। ক্লাব রাজনীতির সমীকরণ সামলে কোনওমতে টিকে রয়েছেন চেরনিশভ।
আইএসএলে ১০ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট মহমেডানের। লিগ টেবিলে লাস্ট বয়রা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই মুখ থুবড়ে পড়েছে। মাঠের বাইরে লগ্নিকারী সংস্থার সঙ্গে কর্তাদের মন কষাকষি তুঙ্গে। কঠিন সময়ে দলের হাল বদলাতে একটা জয় দরকার। কিন্তু জেতাবেন কে? দুর্বল স্ট্রাইকিং ফোর্স। রক্ষণও সাদামাটা। শুধু ডিফেন্সিভ ফুটবল খেলে ছাংতে, বিপিন, ব্রেন্ড ফার্নান্ডেজ, জন তোরালদের রোখা মুশকিল। তবে অন্যবারের তুলনায় মুম্বইও বেশ নিষ্প্রভ। ১০ ম্যাচে পয়েন্ট মাত্র ১৪। আপুইয়া, পেরেরা ডিয়াজ, নাগুয়েরোদের অভাব ভোগাচ্ছে পিটার ক্র্যাটকির দলকে। মহমেডানকে হারিয়ে পুরো পয়েন্ট পেতে মরিয়া তারা। 
(কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। )
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা