খেলা

দেশে খেতাব ফিরিয়ে তৃপ্ত গুকেশ

সিঙ্গাপুর: ২০১৩ দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনের কাছে খেতাব খুইয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। সেদিন ভারতীয় কিংবদন্তির হারে খুবই ভেঙে পড়েছিল সাত বছরের এক বালক। চেন্নাইয়ের ছোট্ট ছেলেটি শপথ নিয়েছিল, একদিন এই খেতাব দেশে ফিরিয়ে আনবে সে। অঙ্গীকার পূরণে সফল গুকেশ ডোম্মারাজু। ঠিক ১১ বছরের মাথায় বিশ্ব দাবার মসনদে আনন্দের সুযোগ্য শিষ্য। ডিং লিরেনকে পরাস্ত করে দাবার নতুন রাজা ১৮ বছরের গুকেশ। ভিশির পর প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এই প্রসঙ্গে গুকেশ বলেন, ‘২০১৩ সালে ভিশি স্যারের হারে খুব কষ্ট পেয়েছিলাম। সংকল্প করেছিলাম দেশে বিশ্বখেতাব ফেরানোর। লক্ষ্যে সফল হয়ে আমি তৃপ্ত।’
সারা বিশ্ব নতুন চ্যাম্পিয়নকে প্রশংসায় ভরালেও ফাইনালের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কার্লসেন। গুকেশ ও লিরেনের সমালোচনায় তিনি বলেন, ‘মনে হচ্ছিল যেন কোনও ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের খেলা চলছে!’ পাঁচবারের বিশ্বসেরাকে পাল্টা দিতে ছাড়েননি ভারতের তরুণ তুর্কি। গুকেশকে প্রশ্ন করা হয়েছিল, কার্লসেনের মন্তব্যে তিনি দুঃখ পেয়েছেন কিনা। তাঁর জবাব, ‘একেবারেই না। এটা ঠিক যে, কয়েকটি গেমের মান খুব একটা ভালো ছিল না। তবে শুধু দাবার মান দিয়ে তো বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হয় না! অনেক সময় মানসিক দৃঢ়তা এবং ইচ্ছাশক্তিও ব্যবধান গড়ে দেয়। সেই কারণেই ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করে খেতাব ছিনিয়ে নিয়েছি।’ তাঁর সংযোজন, ‘আমি প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছিলাম। তাই মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। চাপের জন্যই প্রথম গেম হেরে গিয়েছিলাম। তবে দ্রুত কামব্যাক করি। তারপর গুরুত্বপূর্ণ সময়ে সেরাটা মেলে ধরে নিশ্চিত করেছি খেতাব। নিজের পারফরম্যান্সে আমি খুশি।’
শনিবার সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসে সংবর্ধনা জানানো হয় গুকেশকে। সেখানে ১৫০ জনেরও বেশি আমন্ত্রিত সদস্য উপস্থিত ছিলেন। হাই কমিশনার শিল্পাক আম্বুলে বলেন, ‘গুকেশ দেশের নাম উজ্জ্বল করেছে। ওর জন্য আমরা প্রত্যেকে গর্বিত। মাত্র ১৮ বছর বয়সেই গুকেশ দারুণ পরিণত। নতুন প্রজন্মের কাছে ও এখন অনুপ্রেরণা।’ সিঙ্গাপুরের দাবাড়ুরাও ভারতীয় তরুণের অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন। চেন্নাইয়েও ঘরের ছেলেকে বরণ করার প্রস্তুতি তুঙ্গে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা