খেলা

সুইং না পেয়ে হতাশ বুমরাহ

ব্রিসবেন: আশঙ্কাই সত্যি হল! বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনের রোমাঞ্চকর আবহে ভিলেন হয়ে উঠল প্রকৃতি। অঝোর ধারায় বৃষ্টির জেরে সারা দিনে ১৩.২ ওভারের বেশি খেলাই হল না। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু অস্ট্রেলিয়ার কোনও উইকেট ফেলা যায়নি এই সময়ের মধ্যে। স্কোরবোর্ডে যোগ হয়েছে ২৮ রান। দুই ওপেনার উসমান খাওয়াজা (১৯) ও নাথান ম্যাকসুইনিকে (৪) বিশেষ বিব্রতও করা যায়নি। ব্যাটসম্যানের লেগসাইডে বড্ড বেশি বল ফেললেন পেসাররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে মর্যাদা দেওয়াই দ্বিতীয় দিন বড় চ্যালেঞ্জ হতে চলেছে বুমরাহ-সিরাজদের।
চিন্তায় রাখছে আবহাওয়াও। পূর্বাভাস মোটেই স্বস্তির নয়। ম্যাচের বাকি চারদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গাব্বা টেস্টের মীমাংসা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় থাকছেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ যা, তাতে এই সিরিজের তিনটি টেস্টের মধ্যে দু’টিতে জিততেই হবে ভারতকে। আবার অন্যটিতেও হারলে চলবে না। কিন্তু তার জন্য তো খেলা হওয়া জরুরি। বৃষ্টির তোড়ে আউটফিল্ড পুকুরের চেহারা নিলে বাইশ গজে ব্যাট-বলের সংঘর্ষটাই উবে যায়। আবহাওয়ার কথা মাথায় রেখে, বাকি দিনগুলিতে আধঘণ্টা আগে খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে নষ্ট হওয়া ওভারের কিছুটা পূরণ করা যায়। কিন্তু খলনায়কের ভূমিকায় বৃষ্টি এভাবে দাপট দেখাতে থাকলে আখেরে লাভ কিছু হবে বলে মনে হয় না।
ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে সুইংয়ের অভাবও। এমনিতে ব্রিসবেন মানেই সবুজ বিপ্লব। গতি আর বাউন্সের স্বর্গরাজ্য। কিন্তু শনিবার যেটুকু খেলা হয়েছে, তাতে গতি-বাউন্সের মিশেল ব্যাটসম্যানকে এতটুকু অস্বস্তিতে ফেলেনি। লাল কোকাবুরায় সুইংয়ের অভাবও হতাশা বাড়িয়েছে। স্টাম্প মাইক্রোফোনে যশপ্রীত বুমরাহকে বলতে শোনা গিয়েছে, ‘যেখানেই বল ফেলি না কেন, সুইং হচ্ছে না একদমই।’ তবে সুইং না হলেও পেসাররা সহজ রান উপহার দেননি বিপক্ষ ওপেনারদের। বুমরাহ ছ’ওভারে দেন মাত্র ৮ রান। হর্ষিত রানার পরিবর্তে আসা আকাশ দীপ ৩.২ ওভারে খরচ করেন মাত্র ২ রান।
টিম ইন্ডিয়া এই টেস্টে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আস্থা রেখেছে রবীন্দ্র জাদেজার উপর। পারথে ওয়াশিংটন সুন্দর, অ্যাডিলেডে রবিচন্দ্রন অশ্বিনের পর গাব্বায় জাড্ডু— তিন টেস্টে তিন স্পিনার খেলাল ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়ার এগারোয় একটাই পরিবর্তন হয়েছে। স্কট বোল্যান্ডের জায়গায় চোট সারিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজলউড।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা