খেলা

তালালের চোটে বিপাকে ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধি তালালকে নিয়ে লাল-হলুদের আশঙ্কাই সত্যি হল। হাঁটুর চোটে আইএসএলের বাকি ম্যাচে অনিশ্চিত ফরাসি মিডিও। বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে ম্যাচের চতুর্থ মিনিটেই গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ইস্ট বেঙ্গল ফুটবলার। এমআরআই রিপোর্টে পরিষ্কার, এসিএলে মারাত্মক চোট। আপাতত তাঁকে ছাড়াই পরিকল্পনা কষতে হবে অস্কার ব্রুজোঁকে। দলের এক নম্বর প্লে-মেকার কার্যত ছিটকে যাওয়ায় মাথায় হাত টিম ম্যানেজমেন্টের। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় বিকল্প ফুটবলার সুযোগ রয়েছে ম্যানেজমেন্টের সামনে। কিন্তু তার জন্য বাড়তি বাজেট প্রয়োজন। 
চলতি মরশুমে চোটে জর্জরিত ইস্ট বেঙ্গল। এর আগে সাউল ক্রেসপো হ্যামস্ট্রিংয়ে চোট পান। অন্তত মাসখানেক তাঁর সার্ভিস পাওয়া মুশকিল। যুদ্ধকালীন তৎপরতায় দিয়ামানতাকোসকে সুস্থ করতে মরিয়া ম্যানেজমেন্ট। গ্রিক স্ট্রাইকারও খোঁড়াচ্ছেন। ওদিকে কার্ড সমস্যায় পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে নেই জিকসন সিং। মাঝমাঠ প্রায় গড়ের মাঠ। সবমিলিয়ে প্রবল চাপে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। সবার আগে প্রি-সিজন অনুশীলন শুরু করেও কেন এই হাল? কাঠগড়ায় পূবর্বর্তী কোচ কার্লেস কুয়াদ্রাতের সুপারিশে আনা ফিটনেস ট্রেনার। তিনিই সর্বনাশ করে ছেড়েছেন। মাঝ মরশুমে অস্কার দায়িত্ব নেওয়ার পর নতুন ফিটনেস ট্রেনার রিক্রুট করা হয়। অভিজ্ঞ মহলের ধারণা, টানা খেলার ধকল সামলাতে গিয়ে সমস্যা আরও বাড়ছে। এদিকে, আইএসএলে দুরন্ত ফর্মে থাকা পাঞ্জাব এফসি’কে ২-১ গোলে হারিয়ে চমকে দিল জামশেদপুর এফসি। জোড়া লক্ষ্যভেদে ম্যাচের নায়ক লাল-হলুদের প্রাক্তনী সিভেরিও তোরো। পাঞ্জাবের গোলদাতা ভিদাল। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল খালিদ জামিলের দল। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে পাঞ্জাবের পকেটেও ১৮ পয়েন্ট। গোলপার্থক্যে পঞ্চম স্থানে তারা। 
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা