কলকাতা

যুবতী খুনে ধৃত ফেসবুক প্রেমিক, বাগুইআটি কাণ্ডের কিনারা ৪ ঘণ্টায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেসবুকে আলাপ ছ’মাস আগে। ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরই মাঝে ফেসবুকের সেই প্রেমিককে কালীঘাটে মন্দিরে গিয়ে বিয়েও করেন বিউটি পার্লারে কর্মরত ‘বিবাহিতা’ তথা এক সন্তানের জননী অভিষিক্তা দে। এরপরই নিজের নামের সঙ্গে প্রেমিকের পদবিও জুড়ে নেন। স্ত্রীর এই ‘পরকীয়া’ স্বামীর কানে যেতেই শুরু হয় অশান্তি। তার জেরেই ফেসবুক প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিষিক্তা। সেই কারণেই শুক্রবার কেষ্টপুরের বাড়িতে বিউটিশিয়ান খুন হয়েছেন বলে তদন্তকারীদের অনুমান। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার গভীর রাতেই নাগেরবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে যুবতীর ফেসবুক প্রেমিক কৌশিক সাহাকে। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। মাত্র চার ঘণ্টায় বাগুইআটি খুনের কিনারা করে প্রশংসিত হচ্ছে বিধাননগর কমিশনারেট।  
শুক্রবার সন্ধ্যায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লির আবাসনে ফিরে অভিষিক্তার স্বামী দেখেন, ঘরের বিছানায় গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ। খুন হয়েছেন এই সন্দেহে বাগুইআটি থানায় খবর দেন গৃহকর্তা। তদন্ত শুরু করে পুলিস। মৃতার স্বামী পুলিসকে জানায়, তাঁদের সাত বছরের বিবাহিত জীবন। ৩ বছরের এক পুত্রসন্তানও রয়েছে। সে শ্যামবাজারে দাদুর কাছে থাকে। কর্মসূত্রে কেষ্টপুরের এই ফ্ল্যাট ভাড়া নেন যুগল। মাস ছ’য়েক আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষিক্তা। এই তথ্য পেতেই মৃতার ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখেন তদন্তকারীরা। কিছু সন্দেহজনক প্রমাণ পান তাঁরা। তাতে যুবতীর ফেসবুক প্রেমিকের প্রতি সন্দেহ আরও প্রবল হয়। এরপরেই ঘটনাস্থলের আশপাশের বাড়ি ও দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। তাতেই চিহ্নিত করা হয় বেসরকারি সংস্থার কর্মী কৌশিককে। দেখা যায়, শুক্রবার দুপুরে তিনি ওই ফ্ল্যাটে ঢোকেন। পৌনে এক ঘণ্টার মধ্যেই সেখান থেকে বের হয়ে যান। 
কৌশিককে জেরা করে জানা যায়, খুনের ছক তাঁরই মস্তিষ্কপ্রসূত। শুক্রবার সকাল ৯টা নাগাদ কাজে বেরিয়ে যান বিউটিশিয়ানের স্বামী। দুপুরে কেষ্টপুরের রবীন্দ্রপল্লির ওই ফ্ল্যাটে ঢোকেন কৌশিক। দরজা খুলে দেন যুবতী নিজেই। পুলিস মনে করছে, সম্পর্কের অবনতি নিয়ে কৌশিক ও অভিষিক্তার মধ্যে এই সময়ে তুমুল বাদানুবাদ হয়েছে। সেই পর্বেই ওড়না গলায় পেঁচিয়ে প্রেমিকাকে খুন করেন কৌশিক। এরপর ঘরে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা ও কোলাপসিবল গেট ‘লক’ করে চম্পট দেন। ওইদিন দুপুরে স্ত্রীকে দু-তিনবার ফোন করেন গৃহকর্তা। কিন্তু, অভিষিক্তা ফোন ধরেননি। চিন্তিত হয়ে পড়েন স্বামী। কাজের জায়গা থেকে বেশ কিছুক্ষণ আগেই বাড়ি চলে আসেন তিনি। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলেই দেখেন স্ত্রীর দেহ।
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা